এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর কতগুলো ডেটা এবং ওই সব ডেটায় প্রবেশ করে সুবিধাজনকভাবে ও দক্ষতার সঙ্গে তাদের ম্যানিপুলেট করার জন্য ব্যবহূত একসেট প্রোগ্রামের সমষ্টি।
অর্থাত্ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার, যার দ্বারা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংশোধন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো হলো:
১। প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করা।
২। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ।
৩। প্রয়োজন অনুযায়ী নতুন ডেটা/রেকর্ড অন্তর্ভুক্ত করা।
৪। ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা।
৫। অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া।
৬। চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন করা।
৭। প্রয়োজনীয় রেকর্ড/ডেটা অনুসন্ধান ও ব্যবহার করা।
৮। প্রয়োজন অনুসারে পুরো ডেটাবেজকে যেকোনো ফিল্ডের বর্ণানুক্রমিক, সংখ্যানুক্রমিক, পদবি বা অন্য যেকোনোভাবে বিন্যস্ত করা।
৯। প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা।
১০। ডেটা সংরক্ষণ করা।
১১। ডেটার নিরাপত্তা বিধান করা।
১২। প্রয়োজনীয় ডেটাবেজের প্রিন্ট নেওয়া।
১। ডেটাবেইস মানে হলো—
ক. উপাত্ত ঘাঁটি খ. উপাত্তবিন্যাস
গ. উপাত্ত সর্টিং ঘ. উপাত্ত সার্চিং
২। ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের?
ক. সংখ্যা খ. টেক্সট গ. বর্ণ ঘ. যুক্তিমূলক
৩। ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির ‘নাম’ কোন ধরনের ডেটা?
ক. Date/Time খ. Number গ. Text ঘ. Currency
৪। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেইস সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
৫। ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. রেকর্ড
গ. ডেটাবেইস ঘ. ফাইল
৬। Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
ক. Create খ. Field name
গ. Field Size ঘ. Design View
৭। ডেটাবেইসের হেডিং বা শিরোনামকে কী বলা হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড
৮। ডেটাবেইসের একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড
৯। Auto Number-এর অন্তর্ভুক্ত কোনটি?
ক. Integer খ. Data/Time
গ. Double ঘ. Serial No
১০। নিচের কোনটি ডেটাবেইস প্রোগ্রাম?
ক. ওরাকল খ. পাইথন গ. অ্যাডা ঘ. নোটপ্যাড
১১। নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
ক. MS DOS খ. MS EXCEL
গ. C++ ঘ. MS ACCESS
১২। বহুল ব্যবহূত ওরাকল (ORACLE) কী?
ক. ডেটাবেইস ব্যবস্থাপনা সফটওয়্যার
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. ডস অপারেটিং সিস্টেম
ঘ. ওয়ার্ড প্রসেসিং
১৩। বহুল ব্যবহূত MySQL একটি—
ক. ডেটাবেইস প্রোগ্রাম খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. সি++ প্রোগ্রাম ঘ. গ্রাফিক্স প্রোগ্রাম
১৪। ডেটাবেইস ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহূত ইন্টারফেস বা মাধ্যমকে বলা হয়—
ক. প্রজেক্ট খ. রিপোর্ট গ. ফর্ম ঘ. কুয়েরি
১৫। কোনটি ডেটাবেইসের উপাদান নয়?
ক. রেকর্ড খ. সিনটেক্স
গ. ম্যাক্রো ঘ. মডিউল
১৬। ডেটাবেইসে ডেটা এন্ট্রি করার জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. প্রজেক্ট খ. ফর্ম গ. মডিউল ঘ. কুয়েরি
১৭। Memo ব্যবহূত হয় কখন?
ক. সংখ্যা লিখতে খ. অক্ষর লিখতে
গ. বর্ণনামূলক লেখার জন্য ঘ. ছবি সংযোজনে
১৮। প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?
ক. লজিক্যাল খ. অটোনাম্বার
গ. ইউনিক বা স্বতন্ত্র ঘ. ক্রমানুযায়ী সাজানো
১৯। রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে?
ক. চার্লস ব্যাবেজ খ. E.F Gordon
গ. E.F Joscph ঘ. E.F Codd
২০। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ডেটাবেইসে অ্যাট্রিবিউট হলো রোল, নাম, বিভাগ, ঠিকানা। এ ক্ষেত্রে প্রাইমারি কি কোনটি?
ক. ঠিকানা খ. রোল গ. নাম ঘ. বিভাগ
২১। নিচের কোনটি ফরেন কি, যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade?
ক. Marks খ. Academic Year গ. Roll ঘ. Grade
২২। একটি টেবিলে প্রাইমারি কি কয়টি থাকতে পারে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. পাঁচটি
২৩। ডেটাবেইস থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোঁজ করার জন্য কী ব্যবহার করতে হয়?
ক. কুয়েরি খ. সার্চিং গ. রিলেশন ঘ. ইনডেক্স
২৪। কোনটি ফরেন কি-এর কাজ?
ক. দুটি অ্যাট্রিবিউটকে আলাদাভাবে চিহ্নিত করা
খ. দুটি টেবিলের মধ্যে যোগসূত্র স্থাপন করা
গ. দুটি টেবিলকে স্বনির্ভর করা
ঘ. অ্যাট্রিবিউট ও রেকর্ড শনাক্ত করা
২৫। নাম (Name) ফিল্ড প্রাইমারি কি নয় কেন?
ক. একাধিক ব্যক্তির একই নাম হতে পারে
খ. একই ব্যক্তির নাম মাত্র একটি
গ. নাম অ্যাট্রিবিউট-বহির্ভূত
ঘ. ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম সব সময় ভিন্ন ভিন্ন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি ডেটাবেইসে ২০০ ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রত্যেক ছাত্রের নাম, রোল নম্বর, জন্মতারিখ ও জিপিএ-সংবলিত চারটি করে ফিল্ড আছে।
২৬। উল্লিখিত ডেটাবেইস রেকর্ডের সংখ্যা কয়টি?
ক. ৪টি খ. ২৫টি গ. ২০০টি ঘ. ৪০০টি
২৭। RDBMS-এর ধারণা আসে কত সালে?
ক. ১৯৬০ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৯০
২৮। RDBMS সফটওয়্যার কোনটি?
ক. Oracle খ. MS Excel
গ. MS Word ঘ. Power Point
২৯। ডেটা টেবিলের মধ্যে কোনটি প্রাইমারি কি ফিল্ড?
ক. নাম খ. রোল নম্বর গ. গ্রুপ ঘ. বয়স
৩০। রিলেশনাল ডেটাবেইসে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
৩১। নিচের কোনটি আরডিবিএমএসের কাজ নয়?
ক. ডেটা সংরক্ষণ করা
খ. ডেটার নিরাপত্তা রক্ষা করা
গ. তথ্যের বিশুদ্ধতা রক্ষা করা
ঘ. একই সময়ে একাধিক ব্যবহারকারী প্রতিরোধ করা
৩২। ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে ডেটা সঞ্চালন করার জন্য কী প্রয়োজন?
ক. ভিন্ন ভিন্ন টেবিলে ডেটা এন্ট্রি করা
খ. টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করা
গ. টেবিলের নিরাপত্তা বিধান করা
ঘ. টেবিলগুলোর মধ্যে কুয়েরি করা
৩৩। কোনটি সর্বাধিক ব্যবহূত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?
ক. DB-2 খ. MYSQL
গ. MS Access ঘ. SQL Server
৩৪। রিলেশনাল ডেটাবেইস ডেটাকে নিচের কোন উপায়ে সংরক্ষণ করা হয়?
ক. XML খ. FILE গ. TABLE ঘ. HTML
৩৫। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত হয়—
ক. সম্পর্কযুক্ত ডেটাবেইস খ. নিরীক্ষিত ডেটাবেইস
গ. গুচ্ছ ডেটাবেইস ঘ. অনিয়ন্ত্রিত ডেটাবেইস
৩৬। কোন কারণে শর্টের তেমন ব্যবহার নেই?
ক. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে
খ. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমোরি দখল করে
গ. সব ফিল্ড শর্ট করা যায় না
ঘ. ডেটা শর্ট করার প্রয়োজন হয় না
৩৭। Text টাইপের সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায়?
ক. ২৫৬টি
খ. ১২৮টি
গ. ২৫৫টি
ঘ. ১২১টি
৩৮। 10:20pm সময় হবে-
ক. Short Date
খ. Medium Time
গ. Long Time
ঘ. General Time
৩৯। সাধারনত বর্ণামূলক লেখা বা বর্ণনার জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয়?
ক. 8192 Byte
খ. 32 Byte
গ. 16384 Byte
ঘ. 65536 Byte
৪০। ডেটা টাইপের জন্য জায়গা প্রয়োজন–
ক. 4 Byte
খ. 1 Byte
গ. 8 Byte
ঘ. 16 Byte
উত্তরঃ
১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ক
২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. গ. ৩৮. খ. ৩৯. ঘ. ৪০. গ।