ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি

এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - ইতিহাস (১ম পত্র): ইংরেজ উপনিবেশিক শাসন- ব্রিটিশ আমল

20fours Education | আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ০৯:১৭
এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - ইতিহাস (১ম পত্র): ইংরেজ উপনিবেশিক শাসন-  ব্রিটিশ আমল

বর্তমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ রাষ্ট্রে বিভক্ত এই সাম্রাজ্যের অন্তর্গত ছিল প্রত্যক্ষভাবে ব্রিটিশ-শাসিত প্রদেশ ব্রিটিশ রাজশক্তির করদ রাজ্যসমূহ।
১৮৭৬ সালে সমগ্র অঞ্চলটিকে সরকারিভাবে ভারতীয় সাম্রাজ্য নামে অভিহিত করা হয় এবং এই নামেই পাসপোর্ট ইস্যু করা হতে থাকে।
ভারত নামে এই দেশ লিগ অফ নেশনস ও রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সদস্য।
১৮৫৮ সালে ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে স্থানান্তরিত হন।
রাণী ভিক্টোরিয়া নিজ হস্তে ভারতের শাসনভার তুলে নেন।
এর সঙ্গে সঙ্গে ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
১৮৭৬ সালে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ভারতীয় অধিরাজ্য (পরবর্তীকালে ভারতীয় প্রজাতন্ত্র) ও
পাকিস্তান অধিরাজ্য(পরবর্তীকালে পাকিস্তান) নামে দুটি অধিরাজ্যে বিভক্ত হলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
১৯৩৭ সালে ব্রহ্মদেশকে (বর্তমানে মিয়ানমান) ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। ১৯৪৮ সালে এই দেশ স্বাধীনতা অর্জন করে।

১. ভারত শাসনের প্রথম ভাইসর কে?

ক.  লর্ড ক্যানিং

খ. লর্ড মান্ট

গ. লর্ড কার্জন

ঘ.  চার্লস

উত্তরঃ লর্ড ক্যানিং


২. আহমদ খান কার কাছ থেকে শিক্ষা নেন?

ক.  মাতা

খ. পিতা

গ. ভাই

ঘ.  বোন

উত্তরঃ মাতা


৩. লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?

ক. লাহোরে  

খ. লক্ষৌনতে

গ. দিল্লীতে

ঘ. পাটনায়  

উত্তরঃ লক্ষৌনতে


৪. সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয় কবে?

ক.  ১৯৩০

খ. ১৯৬৬

গ. ১৯৩২

ঘ.  ১৯৬৬

উত্তরঃ ১৯৩০


৫. গান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে?

ক. ১৯৩০

খ. ১৯৩২

গ. ১৯৩৫

ঘ.  ১৯৩১

উত্তরঃ ১৯৩০


৬. বাংলাদেশের পূর্ব নাম কি?

ক. ভারত

খ. পাকিস্থান

গ. কোলকাতা

ঘ.  দিল্লী

উত্তরঃ পাকিস্থান


৭. এটলি কয় জন কে ভারতে পাঠান ?

ক. ০১

খ. ০২

গ. ০৩

ঘ.০৪

উত্তরঃ ০৩


৮. পাকিস্থানের প্রবেশ দ্বার বলা হয়-

ক. করাচিকে

খ. দিল্লীকে

গ. সিন্ধুকে

ঘ. হারিয়ানাকে

উত্তরঃ করাচিকে


৯. ভারতের জাতীয় প্রতিক কি?

ক. অশোকস্তম্ভ

খ. স্বর্ণ

গ. ফুল

ঘ. ঈগল

উত্তরঃ  অশোকস্তম্ভ


১০. ব্রিটিশ সরকার বন্দুকে কি মাখতে নির্দেশ দেয়?

ক. চর্বি

খ. তেল

গ. মাখন

ঘ. ঘি

উত্তরঃ চর্বি


১১. ভারতের মোট কয়টি রাজ্য?

ক. ২৫

খ. ২৬

গ. ২৮

ঘ.২৭

উত্তরঃ ২৮


১২. পাকিস্থানের জাতীয় প্রতিক কি?

ক. অর্ধচন্দ্র

খ. বৃক্ষ

গ. স্বর্ণদন্ড

ঘ. গাছ

উত্তরঃ অর্ধচন্দ্র


১৩. ভারতে মন্ত্রিমিশন কবে এসেছিল?

ক. ১৯৪৫

খ. ১৯৪৬

গ. ১৯৭৫

ঘ.১৯৪২

উত্তরঃ ১৯৪৬


১৪. সম্পত্তি বাটোয়ারা আইনসভার মেয়াদ কত?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ.৬

উত্তরঃ ৪


১৫. হিন্দু মুসলমানের দাঙ্গা হয় কত সালে?

ক. ১৯৪৫

খ. ১৯৫৫

গ. ১৯৪৬

ঘ.১৯৪৭

উত্তরঃ ১৯৪৬


১৬. ভারতের জাতীয় প্রতিক কি?

ক. অশোকস্তম্ভ

খ. স্বর্ণ

গ. ফুল

ঘ. ঈগল

উত্তরঃ  অশোকস্তম্ভ  

১৭. পাকিস্থানের প্রবেশ দ্বার বলা হয়-

ক. করাচিকে

খ. দিল্লীকে

গ. সিন্ধুকে

ঘ. হারিয়ানাকে

উত্তরঃ করাচিকে

১৮. ভারত কত সালে স্বাধীন হয়?

ক. ১৯৯৫

খ. ১৮৬৫

গ. ১৮৪৭

ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৭

উপরে