ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
চশমা পরিষ্কার

ঘরোয়া উপায়ে চশমা পরিষ্কার সহজ উপায়

20fours Desk | আপডেট : ৬ জানুয়ারি, ২০১৯ ১৫:০৮
ঘরোয়া উপায়ে চশমা পরিষ্কার সহজ উপায়

দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ করতে হয়। আর কাজ করার ফলে আমাদের চোখের উপর অনেক চাপ পড়ে। আর সরাসরি যেন চোখের উপর চাপ না পড়ে সে জন্য আমরা চশমা ব্যবহার করে থাকি। তাই চশমা ব্যবহার করলে পরিষ্কার রাখা খুবই প্রয়োজন।  আমরা অনেকেই আছি যারা সঠিক নিয়মে চশমা পরিষ্কার না করার কারণে চশমা দিয়ে ঠিকভাবে দেখতে পারি না এবং চশমা টেকশই হয় না।
আসুন জেনে নেই চশমা পরিষ্কারের ঘরোয়া উপায়ঃ

১৷ বেকিং সোডাঃ

১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।এছাড়া কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।

২। টুথপেস্টঃ

আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।

৩। পানিঃ

চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে।

উপরে