বলিরেখা প্রতিকারে ছানা ও তেলের গুণ | 20fours
logo
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯ ০৯:০০
বলিরেখা প্রতিকার
বলিরেখা প্রতিকারে ছানা ও তেলের গুণ
20fours Desk

বলিরেখা প্রতিকারে ছানা ও তেলের গুণ

বলিরেখা মানেই ত্বকে বয়সের ছাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুচকে যাওয়া, ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, নির্জীব ত্বক এগুলোই বয়স বেড়ে যাওয়ার লক্ষণ। তবে সারা বছর যত্ন নিলে সেই ছাপকে ঠেকিয়ে রাখা অনেকটা সহজ হয়। ঘরোয়া যত্ন ও ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ এ ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। পার্লারে নানা রাসায়নিক ব্যবহার করা হয় বলে ত্বকের পক্ষে সেগুলো ভাল নয়। বরং ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারলে এই ধরনের সমস্যাকে অনেকটাই প্রতিরোধ করা যায়।আর তাই আজকের লেখায় তেমনি একটি উপায়ের কথা জানবো।

চলুন তাহলে জেনে নেওয়া যাক বলিরেখা প্রতিকারে ছানা ও তেলের গুণের কথাঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। ছানা ( লেবু দিয়ে দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিন)
২। ভার্জিন নারকেল তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে পানি ঝরানো ছানার সঙ্গে দু’টেবিল চামচ ভার্জিন নারকেল তেল মিশিয়ে নিন।

২। ছানা ও তেলের এই মিশ্রণ মুখে ভাল করে মাসাজ করে মিনিট পনেরো পর ধুয়ে নিন মুখ।

সপ্তাহে তিন দিন এই মিশ্রণ মুখে মাখতে পারলে বয়সের কারণে নিষ্প্রভ ত্বকে জেল্লা আসবে সহজেই।