পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণ | 20fours
logo
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯ ০৮:৫১
পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণ
পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণ
20fours Desk

পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণ

পাইলস বা অর্শ এমন একটি রোগ যা পুরুষ এবং মহিলাদেরকে প্রভাবিত করে।পাইলস হল মলদ্বারে চারপাশের ত্বকের পাইলস হ’ল মলদ্বারের চারপাশের ত্বকের নিচে শিরাগুলির গুচ্ছ, যা দুটি শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। প্রথম, মলদ্বারের ভিতরে এবং দ্বিতীয় মলদ্বারের বাইরে। সাধারণত লোকেরা মলের সঙ্গে রক্ত পড়াকে পাইলস ভেবে নেয়। যদিও বাস্তব হল অর্শ বা পাইলস আক্রান্ত ৩০ শতাংশ রোগীদের মলের সঙ্গে রক্ত পড়ে এবং বাকি ৭০ শতাংশ রোগীদের জ্বালা, চুলকানি এবং কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ রয়েছে। পাইলাসের সমস্যা অধিকতর হলে অনেক সময় অপারেশনেরও প্রয়োজন হয়ে থাকে, তবে এই সমস্যার ঘরোয়া সমাধানও রয়েছে তেমনি একটি সমাধান হলো ত্রিফলা চূর্ণের ব্যবহার।
 
চলুন তাহলে জেনে নেওয়া যাক পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণের ব্যবহার পদ্ধতিঃ
 
যা যা লাগবেঃ
১। ত্রিফলা চূর্ণ
২। গরম পানি।
 
ব্যবহার পদ্ধতিঃ
নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে উষ্ণ গরম পানিতে ৪ গ্রাম ত্রিফলা গুঁড়ো মিশিয়ে তা খেতে হবে ব্যস।
 

কোষ্ঠকাঠিন্য হল পাইলসের প্রধান কারণ। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে ত্রিফলা গুঁড়ো নিয়মিত গ্রহণ করা উচিত। পাইলস এর ঘরোয়া চিকিৎসা এটি ম্যাজিকের মতো কাজ করে।