পারফিউমের দাগ দূর করতে ভিনেগার | 20fours
logo
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯ ০৮:৪৫
পারফিউমের দাগ দূর করতে ভিনেগার
পারফিউমের দাগ দূর করতে ভিনেগার
20fours Desk

পারফিউমের দাগ দূর করতে ভিনেগার

আমাদের প্রাত্যহিক জীবনের নানান রান্নায় ভিনেগার ব্যবহূত হয়। ভিনেগার বা সিরকা হলো এক ধরনের তরল পদার্থ। মাংস রান্না, আচার কিংবা সালাদ বানানো ইত্যাদি অনেক কিছুতেই ভিনেগার ব্যবহার করা হয় অহরহ। রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালি কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতেও ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগারের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।তবে পরিচিত এই ভিনেগারের ব্যতিক্রম একটি ব্যবহার জানবো আজকের লেখায়। আর তা হলো পারফিউমের দাগ দূর করতে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক পারফিউমের দাগ দূর করতে ভিনেগারের ব্যবহারঃ

যা যা লাগবেঃ
১। ভিনেগার
২। গরম পানি

ব্যবহার পদ্ধতিঃ
১। সমপরিমাণ ভিনেগার ও কুসুম গরম পানি মেশান।
২। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে রাখুন কয়েক ঘণ্টা।
৩। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন কাপড়। পারফিউমের দাগ চলে যাবে।

অসাধানতাবশত কাপড়ে লেগে যেতে পারে পারফিউমের দাগ। আবার অনেক সময় পোশাকের কাঁধের অংশ সুগন্ধির দাগে হলদেটে হয়ে যায়। কাপড় থেকে পারফিউমের দাগ দূর করে নিন সহজ এই পদ্ধতিতে।