চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে | 20fours
logo
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯ ২০:৪০
চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ
চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে

চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে

সবার বাড়িতেই কমবেশি পিঁপড়ার উপদ্রব রয়েছে। এদের যন্ত্রণায় বিশেষত মিষ্টি খাবার ভালোমতো রাখাই দায়। সুগার অ্যান্টের বংশবৃদ্ধি সাধারণত চিনি ও অন্য ফ্যাটি খাবারের মধ্যেই হয়। এরা মাংস, চিজ, বাদাম, মধু, পাউরুটি ইত্যাদি খাবার নষ্ট করে। পিঁপড়ার উপদ্রব কতোটা যন্ত্রণাদায়ক তা একমাত্র ভুক্তভুগিরাই ভালো করে বুঝতে পারবেন। বিশেষ করে গৃহিণীরা অনেক বেশিই বিরক্ত থাকেন পিঁপড়ার যন্ত্রণায়। চিনির বয়াম সবগুলোর ঢাকনা ভালো করে আটকে রাখলেও পিঁপড়া উঠবেই।তাইতো আজকের লেখায় মুলত আপনাদের জন্য থাকছে চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে ৩টি সহজ উপায়।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে ৩টি সহজ উপায়ঃ

১। লেবুর খোসাঃ চিনির পাত্রে এক টুকরো লেবুর খোসা রেখে দিন। ৩ দিন পর পুরনো খোসা ফেলে নতুন খোসা রাখুন। পিঁপড়া চিনির ধারের কাজেও আসবে না।

২। লবঙ্গঃ পিঁপড়া তাড়াতে লবঙ্গ কার্যকর। কয়েকটি লবঙ্গ'র টুকরো বৈয়ামের ভেতর রেখে ঢাকনাটি একটুখানি ফাক করে রাখুন, আশা করছি আস্তে আস্তে পিপড়াগুলো বৈয়াম ছেড়ে পালাবে |

৩। তেজপাতাঃ তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তাই চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৫ দিন পর বদলে ফেলুন।