অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে করণীয় | 20fours
logo
আপডেট : ১১ আগস্ট, ২০১৯ ০২:১২
অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে করণীয়
অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে করণীয়
Desk

অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে করণীয়

জীবনের প্রয়োজনে আমাদের সবাইকে বাহিরে যেতে হয়৷ তাছাড়া বিপদ কখনো বলে আসে না। তাই নিজেকে বাঁচাতে কিছু জিনিস জেনে রাখা উচিত। অজ্ঞান পার্টির প্রধান টার্গেট সাধারণ যাত্রীরা। এ পার্টির সদস্যরা এতটাই ধূর্ত যে তাদের দেখে চেনার উপায় নেই। বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে এ চক্রের সদস্যরা ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে ভাব জমিয়ে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দেয় নেশা জাতীয় ট্যাবলেট। যাত্রী অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুটে পালিয়ে যায়।
চলুন তাহলে জেনে নেয়া যাক অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে করণীয়ঃ

১। কারো হাতে রুমাল দেখলে সতর্ক থাকুন। কারণ রুমালের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে আপনার নাকের কাছে ধরলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন।

২। ফুটপাতে বা রাস্তার মোড়ে টং দোকান থেকে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।

৩। ভ্রমনপথে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা দিবেন না।

৪। আজকাল ডাবের ভিতরে সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ঔষধ মিশিয়ে বিক্রি করা হয় অনেক স্থানে। তাই তৃষ্ণা নিবারনে সতর্ক থাকুন।

৫। ফেরিওয়ালা বা ভ্রাম্যমান কারো কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা প্রভৃতি খাবেন না।

৬। বাসে, ট্রেনে ভ্রমণের সময় লজেন্স বা চকলেট, আইসক্রিম ইত্যাদি জাতীয় কোন খাবার গ্রহণ করবেন না।

৭। সিএনজিতে চলার সময় যাত্রীরা ড্রাইভারের কাছ থেকে এবং ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে কোন খাবার গ্রহণ করবেন না।

৮। ভ্রমণের সময় নির্জন পথ পরিহার করে চলাচল করুন।

৯। ভ্রমণের সময় চেষ্টা করবেন পরিচিত কাউকে সাথে নিতে।

শুধু একটু সচেতনতাই রক্ষা করতে পারে আপনার জীবন ও সম্পদ।