সরষে মাংস | 20fours
logo
আপডেট : ৫ আগস্ট, ২০১৯ ০৯:১২
সরষে মাংস
সরষে মাংস
20Fours Kitchen

সরষে মাংস

মাংস খেতে কে না ভালোবাসে। তবে ঝাল ঝাল মাংস খেতে সবাই পছন্দ করেন। আর সেই ঝালটি যদি হয় সরিষার ঝাল তাহলে তো কথাই নেই। খেতেও খুব টেস্টি। তাই দেরি না করে আজি বানিয়ে ফেলুন এই রেসিপিটা।
চলুন তাহলে শিখে নেয়া যাকঃ

উপকরণঃ

গরুর মাংস ১ কেজি,

পেঁয়াজ ৩০০ গ্রাম,

আদা বাটা ২০ গ্রাম,

রসুন বাটা ২৫ গ্রাম,

কাঁচামরিচ বাটা ৫০ গ্রাম,

গরম মসলা গুঁড়ো আধা চা-চামচ,

দই ১০০ গ্রাম,

সরষে বাটা ৫০ গ্রাম,

সরষের তেলে ২০০ গ্রাম।

প্রণালীঃ

পেঁয়াজ বেটে নিন। মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরান। একটি পাত্রে দই ভালোভাবে ফেটিয়ে নিন। মাংসে একে একে আদা, রসুন, মরিচ বাটা, দই, গরম মসলা গুঁড়ো, অল্প সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। মসলা মাখানো মাংস ফ্রিজে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করুন, পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ ভাজা হলে ম্যারিনেট মাটন দিয়ে দিন। অল্প আঁচে ১৫ মিনিট নাড়ুন। সরষে বাটা পরিমাণমতো পানিতে গুলে নিন। মাংস কষানো হলে সরষে দিন। নেড়ে ঢেকে রাখুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামান।

ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সরষে মাংস।