তৈলাক্ত ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ৫টি প্যাক | 20fours
logo
আপডেট : ১ আগস্ট, ২০১৯ ১১:৩৬
অ্যালোভেরার ৫টি প্যাক
তৈলাক্ত ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ৫টি প্যাক
20Fours Desk

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ৫টি প্যাক

তৈলাক্ত ত্বক অন্য ত্বকের থেকে আলাদা। তাই এই ত্বকের প্রয়োজন পড়ে একটু বাড়তি যত্নের। অন্য সব ত্বকের যত্নে যে প্যাক ব্যবহার করা হয়, তৈলাক্ত ত্বকের জন্য সেই প্যাক উপযোগী না। তাই তৈলাক্ত ত্বকের অধিকারীদের ব্যবহার করতে হবে বিশেষ ফেইস প্যাক, যা তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।তাই আজকের লেখায় থাকছে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ৫টি ফেইস-প্যাক, যা আপনার ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করে ত্বক রাখবে ব্রণহীন।


চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ৫টি সহজ ঘরোয়া প্যাক তৈরি পদ্ধতিঃ


(১) ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

(২) মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

(৩) ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া ও ১ চা চামচ চিনি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

(৪) ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

(৫) ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

আপনার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে অ্যালোভেরার ফেসপ্যাক গুলো ব্যবহার করতে পারেন নিয়মিত।