ফল দিয়ে তৈরি স্কিন টোনার | 20fours
logo
আপডেট : ২১ জুলাই, ২০১৯ ২০:৪৮
ফল দিয়ে তৈরি স্কিন টোনার
ফল দিয়ে তৈরি স্কিন টোনার
20Fours Desk

ফল দিয়ে তৈরি স্কিন টোনার

ত্বক মসৃণ ও সতেজ থাকবে এবং ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন এই গরমে শুধুমাত্র টোনার ব্যবহারের ফলে। টোনার ব্যবহার করে এই গরমে থাকুন বিন্দাস।  বাইরের দূষণ, ধূলা-বালি, ময়লা, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজার থেকে কিনে টোনার ব্যবহার করতে হবে না। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ফল দিয়েই। ভাবছেন কিভাবে করবেন? চিন্তা নেই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য আপনাদের পরিচিত ফল দিয়ে টোনার তৈরি পদ্ধতি।
 
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক  ফল দিয়ে তৈরি স্কিন টোনারঃ
 
তৈরিতে যা যা লাগবেঃ
১। একমুঠো স্ট্রবেরী
২। গোলাপজল
 
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
এক মুঠো স্ট্রবেরী পেস্ট করে নিন এবং এই পেস্টের সাথে চার-পাঁচ ফোঁটা গোলাপ জল মেশান। এই মিশ্রণটি ত্বকে টোনার হিসেবে ব্যবহার করুন। মিশ্রণটি একটি এয়ার টাইট বোতলে রেখে সংরক্ষণ করতে পারেন।
 
তাহলে আর দেরি নয় ত্বকের যত্নে এই গরমে ঘরোয়া উপায়ে ফলের টোনারটি বানিয়ে নিন এবং সুন্দর থাকুন সবসময়।