আলুর স্লাইস চপ | 20fours
logo
আপডেট : ২ জুলাই, ২০১৯ ১১:৪২
আলুর স্লাইস চপ
আলুর স্লাইস চপ
20Fours Kitchen

আলুর স্লাইস চপ

সাধারণত আলুর চপ সবার কাছে পরিচিত। চাইলেই নিয়ে আসতে পারেন ভিন্নতা। বিকেলের নাস্তায় একঘেয়ামি এসে গেছে, তাহলে চপে নিয়ে আসুন ভিন্নতা আর বানিয়ে ফেলুন আলুর স্লাইস চপ। এটি খেতে খুবই সুস্বাদু। এমনকি বিকেলে চায়ের সাথেও দিতে পারেন এই স্লাইস চপ।
চলুন তাহলে রেসিপিটা দেখে নেয়া যাকঃ

উপকরণঃ

বড় সাইজের আলু দুইটি,

বেসন এক কাপ,

চালের গুঁড়া এক কাপ,

মরিচ গুঁড়া এক চা চামচ,

 হলুদ গুঁড়া এক চিমটি,

ডিম একটি,

লবণ স্বাদ মত।

পুদিনা পাতা কুচি আধা কাপ,

পানি এক কাপ,

 খাবার সোডা তিন আঙ্গুলের এক চিমটি,

সয়াবিন তেল ডুবো তেলে ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেনঃ

আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। গোল পাতলা করে কেটে নিন। (মেশিন বা হাতে কাটতে পারেন ইচ্ছানুযায়ী )

একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো , মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো, লবণ, পুদিনা পাতা, খাবার সোডা, ডিম এক সঙ্গে মিশিয়ে নিন। এবার এতে পানি দিন । মিশ্রণটি যেন পাতলা না হয়, একটু ঘন হবে।

চুলায় ফ্রাই প্যান চাপিয়ে চুলার আঁচ মাঝারি রাখুন। পাত্রটি গরম হলে এতে তেল দিন ভাজার জন্য। পাত্র অনুযায়ী তেল দিবেন যেন ডুবো তেলে আলুর স্লাইস ভাজা হয়। এবারে আলু বেসনের মধ্যে চুবিয়ে নিন ।

ভালো করে এপিঠ ওপিঠ মেখে তেলে আস্তে করে ছেড়ে দিয়ে অল্প আঁচে ভাজুন। অল্প আঁচে না ভাজলে ভেতরের আলু কাঁচা থেকে যাবে।

হালকা বাদামী করে ভেজে তুলে টিস্যুর ওপর তুলে রাখুন।

ব্যাস তৈরি হয়ে গেল মজারদার আলুর স্লাইস চপ। সস দিয়ে পরিবেশন করুন।