গরমে রূপচর্চায় হারবাল আইস-বার | 20fours
logo
আপডেট : ১৯ জুন, ২০১৯ ১১:২৬
রূপচর্চায় হারবাল আইস-বার
গরমে রূপচর্চায় হারবাল আইস-বার
20Fours Desk

গরমে রূপচর্চায় হারবাল আইস-বার

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্ষতির শিকার হন বেশি। রোদে রয়েছে ভিটামিন-ডি, যা ত্বকের পুষ্টি জোগায়। কিন্তু দীর্ঘ সময় ধরে রোদে পোড়াটাও ত্বকের জন্য ক্ষতিকর। রোদের ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট করে। তাই এ ঋতুতে ঘাম, ধূলোবালি, আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করা অপরিহার্য। গরমে ত্বকের যত্ন না নিলে ত্বকে নানা ধরনের সমস্যা তৈরি হয়। অনেক সময় ত্বকের দাগ স্থায়ী হয়ে ওঠে, যা দেখতে দৃষ্টিকটু।তাইতো আজকে থাকছে এই গরমে রূপচর্চায় হারবাল আইস-বার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গরমে রূপচর্চায় হারবাল আইস-বার তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) মাঝারি গোল সাইজের আলু-১ টি,
(২) টক দই-২ টেবিল চামচ,
(৩) গোলাপ জল-৬-৭ টেবিল চামচ,
(৪) হলুদ গুড়ো-হাফ চামচ,
(৫) গোলাপের শুকনো পাপড়ি-১৫-২০ টি,
(৬) বাটি-১ টি ও আইস ট্রে-১ টি।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমেই আলু ছোলকা ছাড়িয়ে রস বের করে নিন। আলুর রস একটি পাত্রে রাখুন।
(২) এবার একে একে টক দই,গোলাপ জল,হলুদ গুড়ো এক সাথে মিক্স করে নিন।সবশেষে গোলাপের পাপড়ি দিন।
(৩) এবার সব মিক্স করা উপকরন আইস ট্রে তে দিয়ে দিন এবার ডিপ ফ্রিজে রাখুন বরফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
(৪) প্রতিদিন ২ টো আইস ত্বকে ব্যবহার করুন,মুখ গলা এবং ঘাড় এ ও ম্যাসাজ করে লাগান,তবে লাগানোর আগে অবশ্যই ত্বক পরিস্কার করে নিবেন।

এটি ত্বক সতেজ ও কোমল করবে। এটি তাৎক্ষনিক ত্বক উজ্জল করবে। ত্বক হেলদি করবে। ত্বকের ক্লান্তি দূর করবে। ব্যাস,হয়ে গেল আপনার হারবাল আইস রাব। গরমে ত্বককে আরাম দিতে এই হারবাল আইস বার হোক আপনার সঙ্গী।