বৈশাখের গরমেও উজ্জ্বল ত্বক | 20fours
logo
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯ ১০:৪১
বৈশাখের গরমেও উজ্জ্বল ত্বক
বৈশাখের গরমেও উজ্জ্বল ত্বক
20Fours Desk

বৈশাখের গরমেও উজ্জ্বল ত্বক

আসছে পহেলা বৈশাখ। সেই সাথে দরজায় কড়া নাড়ছে প্রচণ্ড গরম, উষ্ম আবহাওয়ার। তাই ত্বকের আগে ভাগেই কিছুটা বাড়তি যত্নের প্রস্তুতি নিতে হবে। তাছাড়া পহেলা বৈশাখে নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে নতুন পোশাক, গহনা, ঘর সাজানো- সব কিছু নিয়েই ব্যস্ত সবাই। সারাদিনের হইহুল্লোড় ও ঘুরাঘুরির প্ল্যান ইতোমধ্যেই করে ফেলেছেন সবাই। কিন্তু এর সব কিছুর জন্য সবার আগে চাই ত্বকের সঠিক পরিচর্যা। বিশেষ দিনের আগেই চাই ত্বকের উজ্জলতা বাড়াতে। তাইতো আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য বৈশাখের  গরমেও উজ্জ্বল ত্বক পাওয়ার কার্যকর প্যাক।


চলুন তাহলে জেনে নেওয়া যাক বৈশাখের  গরমেও উজ্জ্বল ত্বক পেতে কার্যকরী প্যাকটি তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) পেঁপে ভর্তা
(২) মধু
(৩) ডিমের সাদা অংশ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) দুই টেবিল-চামচ পেঁপে ভর্তা, এক চা-চামচ মধু ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

(২) প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

গরমে ত্বকচর্চায় দারুণ উপকারি পেঁপে।এই প্যাক ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে।তাহলে দেরি না করেই আজই তৈরি করে নিন এই প্যাক এবং বৈশাখে পান  উজ্জ্বল দীপ্তিময় ত্বক।