কৃত্রিম পণ্য নয় হারবালে পণ্যে চুলের যত্ন | 20fours
logo
আপডেট : ৫ এপ্রিল, ২০১৯ ০৯:২৬
হারবালে পণ্যে চুলের যত্ন
কৃত্রিম পণ্য নয় হারবালে পণ্যে চুলের যত্ন
20Fours Desk

কৃত্রিম পণ্য নয় হারবালে পণ্যে চুলের যত্ন

চুল নিয়ে সমস্যা প্রায় সবারই। চুল পড়া, চুল ভেঙে যাওয়া, চুল বৃদ্ধি না পাওয়া সহ নানা অভিযোগ চুল নিয়ে এই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। এটি যেমন নিরাপদ তেমনি কার্যকরী। আমাদের হাতের কাছেই এমন অনেক জিনিস রয়েছে যা চুলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করা যেতে পারে। আর এমনি কিছু উপাদানের সমন্বয়ে তৈরি প্যাক এর কথা থাকছে আজকের লেখাতে যা আপনার চুলের রুক্ষতা দূর করে চুল করবে সুন্দর ঘন ও দীপ্তময়।


চলুন তাহলে জেনে নেওয়া যাক কৃত্রিম পণ্য নয় প্রাকৃতিক উপাদানে চুলের যত্নে প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১)  এক চামচ নারকেল তেল
(২)  একটি পাকা কলা
(৩)  এক চামচ ক্যাস্টর অয়েল
(৪) এক চামচ গ্লিসারিন
(৫) এক চামচ ভিনেগার
(৬) এক চামচ মধু
(৭) এক চামচ শ্যাম্পু


তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন।
(২) এরপর এই প্যাকটি আলতো হাতে আপনার চুলে লাগিয়ে নিন এবং ঘন্টা খানেক রেখে দিন.।
(৩) শুকিয়ে গেলে এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।

সপ্তাহে একবার করে এটি ব্যবহার করলে দেখবেন চুলের রুক্ষতা দূর হয়ে চুল স্বাভাবিক হয়ে এসেছে।এখনকার পরিবেশ দূষণ এবং চুলে সিনথেটিক প্রসাধনীর ব্যবহার ইত্যাদি চুলের ক্ষতির মুল কারণ। তাই আমরা সেসব কৃত্রিম পণ্যতে না গিয়ে চুলের রুক্ষতা দূর করতে ব্যবহার করতে পারেন এই প্যাক।