ত্বকে সজীব ও স্নিগ্ধভাব আনুন ফেসমাস্কের ব্যবহারে | 20fours
logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৩
ত্বকে সজীব ও স্নিগ্ধভাব ফেসমাস্কে
ত্বকে সজীব ও স্নিগ্ধভাব আনুন ফেসমাস্কের ব্যবহারে
20fours Desk

ত্বকে সজীব ও স্নিগ্ধভাব আনুন ফেসমাস্কের ব্যবহারে

শীতকাল মানেই হারিয়ে ফেলা ত্বকের সজীবতা।শীতের রুক্ষ আবহাওয়ায় ত্বক হয়ে যায় রুক্ষ। তাই শীতের দিনে ত্বকের জন্য প্রয়োজন বিশেষ পরিচর্যা। এছাড়া স্বাস্থ্য ঠিক রাখতেও প্রয়োজন নিজের বিশেষ যত্ন। কেননা স্বাস্থ্যের ওপরেও নির্ভর করে সৌন্দর্যের অনেক বিষয়। ত্বক উজ্জ্বল ও ফ্রেশ রাখতে নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া উচিত। সেই সাথে উচিত ত্বকের জন্য ফেস-মাস্ক ব্যবহার করা এতে করে ত্বকে সজীবতা তো থাকেই সেই সাথে ত্বক  থাকে স্নিগ্ধ। আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কার্যকরী এবং সহজ একটি ফেসমাস্ক।

আসুন তাহলে জেনে নেওয়া যাক ফেসমাস্ক তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। কলা ১টি
২। অলিভ অয়েল ১ চামচ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি খোসা ছাড়ানো কলার সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।
২। মিশ্রণটি পেস্ট তৈরি করে পরিষ্কার ত্বকে লাগান।
৩।  ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে নিময় করে এই প্যাক ২ দিন ব্যবহার করুন দেখবেন ত্বকে সজীব ও স্নিগ্ধভাব চলে এসেছে। তাহলে আর দেরি কেনো আজ থেকেই ব্যবহার শুরু করে দিন এই ফেসমাস্ক এবং আপনার ত্বক রাখুন এই শীতেও সজীব ও স্নিগ্ধ।