মাথার তালুর ব্রণ প্রতিকারে ট্রি টি অয়েল | 20fours
logo
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:০৪
মাথার তালুর ব্রণ
মাথার তালুর ব্রণ প্রতিকারে ট্রি টি অয়েল
20fours Desk

মাথার তালুর ব্রণ প্রতিকারে  ট্রি টি অয়েল

বিভিন্ন কারণে মাথার তালুর ব্রণ হয় যেমন- হরমোনের পরিবর্তন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অ্যালার্জির কারণে, স্বাস্থ্যবিধি না মানা, আদ্র পরিবেশে থাকা, দূষণ, তেল ও রাসায়নিকের সংস্পর্শ, মাথায় আঁটসাঁট করে স্কার্ফ বা হেট পরলে এবং মাথার তালুতে অভ্যাসগতভাবে চুলকালে।মাথার তালু যেহেতু চুল দিয়ে ঢাকা থাকে তাই ব্রণ হলেও খুব একটা দেখা যায়না। তবে ব্যথা ও অস্বস্তি হয় এবং চুলের যত্ন নেয়াও কঠিন হয়ে পরে। চুল আঁচড়ানোটা হয়ে পড়ে বেদনাদায়ক। মাথার ত্বকে প্যাক ব্যবহার করা একটু মুশকিল তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য মাথার তালুর ব্রণ প্রতিকারে  ট্রি টি অয়েল এর ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মাথার তালুর ব্রণ প্রতিকারে  ট্রি টি অয়েল এর ব্যবহারঃ

উপকরণঃ
(১) ২/৩ টেবিলচামচ অলিভ অয়েল
(২) ৫ ফোঁটা ট্রি টি অয়েল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১)  ২/৩ টেবিলচামচ অলিভ অয়েলের সাথে ৫ ফোঁটা ট্রি টি অয়েল মিশিয়ে স্কাল্পে লাগিয়ে ১-২ ঘন্টা রেখে দিন।

(২)  তারপর ধুয়ে ফেলুন এবং  প্রতিদিন একবার এটি ব্যবহার করুন।

ট্রি টি এসেনশিয়াল অয়েলের শক্তিশালী অ্যান্টিইনফ্লামেটরি উপাদান থাকে তাই  স্কাল্পের ব্রণ দূর করতে এটি শ্যাম্পুর সাথে ব্যবহার করলে ভালো কাজ করে।