শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুলের জন্য প্যাক | 20fours
logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ০১:০২
শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুল
শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুলের জন্য প্যাক
20fours Desk

শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুলের জন্য প্যাক

চুলের নানা সমস্যায় ভোগেন ছেলেরাও। বিশেষ করে চুল পড়ার সমস্যা অনেক বেশি দেখা যায়। এছাড়াও রুক্ষতা, তেল চিটচিটে ভাব, খুশকি তো রয়েছেই। চুলের সৌন্দর্য আর সুস্থতার জন্য ছেলেদেরও তাই প্রয়োজন চুলের বিশেষ যত্ন নেয়া।তাই শুধু মেয়ে নয় ছেলেদেরও এ ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। তবে শীত এলে কেন যেন চুল উসকো খুশকো হয়ে যায়। তাই দরকার আলাদা একটু যত্ন আর তাই আজকের লেখাতে থাকছে শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুলের জন্য প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতে ছেলেদের রুক্ষ আর শুষ্ক চুলের জন্য প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) আধা কাপ পালং শাক
(২) ১ চা চামচ মধু
(৩) ১ চা চামচ অলিভ অয়েল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) পালং শাক,  মধু এবং ১ চা চামচ অলিভ অয়েল নিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করুন।
(২) এরপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

শীতে বেশির ভাগ ছেলেদের চুল রুক্ষ আর শুষ্ক হয়ে পড়ে। তাই রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের  জন্য এই প্যাকটি ব্যবহার করতে পারেন এছাড়াও এটি চুলে সিল্কি ভাব আনবে ও চুল হবে মসৃণ প্রাণবন্ত।