ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দূরে করতে গ্লিসারিন | 20fours
logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৫১
ঠোঁটের জন্যে গ্লিসারিন
ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দূরে করতে গ্লিসারিন
20fours Desk

ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দূরে করতে গ্লিসারিন

মুখের মাঝে সবচেয়ে কোমল ও সুন্দর জায়গাটি হল আপনার ঠোঁট৷ আর এই ঠোঁটকে সুন্দর রাখতেই লিপস্টিক ও লিপগ্লসের চাহিদা তুঙ্গে৷ কিন্তু বিভিন্ন কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে এবং ঠোঁচের ত্বকে দেখা দিতে পারে রুক্ষতা৷ অতিরিক্ত রোদ, চা-কফি বেশি পরিমাণে খাওয়া, কমদামী লিপস্টিক, ধুমপান ইত্যাদি কারণে ঠোঁট কালো হয়ে যায়৷ কিন্তু ঠোঁট একবার কালো হলে তার রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন৷  তবে আপনি কি জানেন আপনই চাইলে ঘরে বসেই সহজ একটি উপাদান ব্যবহার করে এই ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দূর করে নিতে পারেন। আর তা হলো গ্লিসারিনের ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দূরে করতে গ্লিসারিন এর ব্যবহারঃ

উপকরণঃ
(১) গ্লিসারিন
(২) তুলো

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) তুলোতে খানিকটা গ্লিসারিন লাগিয়ে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মেখে নিন৷
(২) সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন৷

ঠোঁট শুকনো থাকলে তা রোদের সংস্পর্শে এসে কালো হয়ে যায়৷ এই পদ্ধতি অবলম্বন করলে  এতে ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দুটোই কমে আসবে৷