শুষ্ক ত্বকের জন্য দই, বেসন, হলুদ এর প্যাক | 20fours
logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৯
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের জন্য দই, বেসন, হলুদ এর প্যাক
20fours Desk

শুষ্ক ত্বকের জন্য দই, বেসন, হলুদ এর প্যাক

শুধু শীতকালেই নয়, গরমের সময়েও অনেকে ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভোগেন। নিত্যদিনের ব্যস্ততায় কারই বা সময় আছে আলাদা ভাবে ত্বকের একটু বেশি যত্ন নেয়ার। কিন্তু ঠিকমতো যত্ন না নিলে ত্বক শুষ্ক ও রুক্ষ্ম হয়ে যায়, ত্বকের উজ্জ্বলতা হারায়, ত্বকের উপরিভাগ কালো হয়ে আসে এবং ত্বক ফেটে যায়। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য শুষ্ক ত্বকে দই, বেসন, হলুদ এর কার্যকারিতা। এই তিন উপাদান আপনার ত্বকের যত্নে কতটা উপকারী তা আমাদের সবার জানা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শুষ্ক ত্বকে দই, বেসন, হলুদ এর প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) বেসন ১ টেবিল চামচ
(২) দই ১ টেবিল চামচ
(৩) একচামচ মধু
(৪) এক চিমটি হলুদ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
(২) তৈরিকৃত এই পেস্ট সারা মুখে সমানভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে  ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন, ত্বক আর্দ্র কোমল থাকবে।বেসনের এক্সফোলিয়েটিং গুণ ত্বকের উপর থেকে মৃত কোষ তুলে দেয় আর দই  শুকনোভাব কমিয়ে ত্বকে আর্দ্রতা জোগায়। হলুদ থেকে মেল বাড়তি উজ্জ্বলতা।