রূপচর্চাতে মসুর ডাল ও কাঁচা দুধ | 20fours
logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৬
রূপচর্চাতে মসুর ডাল ও কাঁচা দুধ
রূপচর্চাতে মসুর ডাল ও কাঁচা দুধ
20fours Desk

রূপচর্চাতে মসুর ডাল ও কাঁচা দুধ

মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এর ইংরেজি নাম Red lentil। এ ডালকে পানিতে সেদ্ধ করে তেল-মশলা সহযোগে রান্না করা হয় এবং রান্না করা ডাল মিশিয়ে ভাত খাওয়া হয়। মানব দেহে আমিষের প্রয়োজনীয়তার নিরিখে বলা হয়ে থাকে মসুর ডাল গরিবের জন্য গো-মাংস। মসুর ডাল দেখতে হালকা লাল বর্ণের। কিন্তু কি জানেন এই মসুর ডাল আপনার রূপচর্চাতে অনেক ভুমিকা রাখে। আর পাশাপাশি দুধের গুনের কথা আমাদের সবার জানা। আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য এই দুই উপাদানের তৈরি প্যাক যা আপনার ত্বকের ক্ষতিকর উপাদানদের বের করে দিয়ে ত্বকে জ্যোতি ছাড়ায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক  রূপচর্চাতে মসুর ডাল ও কাঁচা দুধ এর প্যাকঃ

উপকরণঃ
(১) মসুর ডাল
(২) দুধ
(৩) বাদাম তেল (সুপারশপে পাবেন)

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ৫০ গ্রাম মসুর ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে পানিটা ছেঁকে নিয়ে ডালটা বেটে নিন।

(২)  এরপর ডালের পেস্টটির সঙ্গে ১ চামচ কাঁচা দুধ এবং পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে নিন।

(৩) এবার পেস্টটি ভালো করে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠবে।

তাহলে আর দেরি কেনো আজই তৈরি করে নিন এই প্যাক আপনার ত্বক উজ্জ্বল করে নিন ঘরে বসেই।