তৈলাক্ত ত্বকের যত্নে ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক | 20fours
logo
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১১:১৫
ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক
তৈলাক্ত ত্বকের যত্নে ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক
20fours Desk

তৈলাক্ত ত্বকের যত্নে ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর ব্যবহার আজ থেকে হয়নি। প্রাচীনকাল থেকেই এটি তাই সমাদৃত। রূপচর্চার জন্য লেবু একটি শ্রেষ্ঠতম উপাদান। লেবুর কার্যকরী ও এন্টিটক্সিন গুণাবলী ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।অন্য দিকে ডিমের গুনাগুন আমাদের সবার জানা। আর আজকে জানবো এই দুই উপকারী উপাদানের তৈরি একটি ফেস-প্যাকের কথা যা আপনার তৈলাক্ত ত্বকের যত্নে বেশ উপকারী।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের যত্নে ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ডিমের সাদা অংশ
(২) লেবুর রস
(৩) কমলালেবুর রস

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ কমলালেবুর রস, কুসুম গরম জল দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে নিন।

(২)  এই প্রলেপটি আস্তে আস্তে ত্বকে মাখুন। ২০ মিনিট মতো রাখুন। শুকিয়ে যাওয়ার  পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।