কাটিং বোর্ড পরিষ্কার করছেন তো? | 20fours
logo
আপডেট : ১ নভেম্বর, ২০১৮ ১৩:১৩
কাটিং বোর্ড পরিষ্কার
কাটিং বোর্ড পরিষ্কার করছেন তো?
20fours Desk

কাটিং বোর্ড পরিষ্কার করছেন তো?

আজকাল আমাদের অনেকেই রান্নার কাজে ছুরি এবং কাটিং বোর্ড নির্ভর হয়ে গিয়েছি। ব্যবহার করা সহজ এবং দাঁড়িয়ে ব্যবহার করা যায় বলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কাটিং বোর্ড। দাঁড়িয়ে কাজ করলে অনেক সমস্যা সমাধান হয়। কিন্তু কাটিং বোর্ড ঠিক মতো পরিষ্কার না করলে অনেক রোগ জীবানু থাকতে পারে। যা শরীরের জন্য অনেক খারাপ।

জেনে নিন কাটিং বোর্ড পরিষ্কারের সঠিক নিয়ম :

কাটিং বোর্ডে যদি গন্ধ লেগে থাকে তাহলে এক টুকরো লেবু ঘষে নিন পুরোটায়। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ চলে যাবে।

এক টেবিল চামচ বেকিং সোডা, এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ পানি মিশিয়ে পেস্টের মতো দ্রবণ তৈরি করুন। তার পর কাটিং বোর্ডে সে দ্রবণ মেখে ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মাংস কাটার পরে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে কাটিং বোর্ড ভিজিয়ে রাখুন।

এরপর স্পঞ্জ দিয়ে পুরো কাটিং বোর্ড ভালো করে ঘষে নিন। মাংসের চর্বি এবং ময়লা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ঘষুন।

পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে রাখুন আপনার প্রিয় কাটিং বোর্ডটি।