ত্বকের যত্নে টকদই এবং কলার ময়েশ্চারাইজার | 20fours
logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮ ১০:৫৪
টকদই এবং কলার ময়েশ্চারাইজার
ত্বকের যত্নে টকদই এবং কলার ময়েশ্চারাইজার
20fours Desk

ত্বকের যত্নে  টকদই এবং কলার ময়েশ্চারাইজার

শীত হোক বা গ্রীষ্ম সঠিক যত্নেই থাকতে পারে স্বাস্থ্য উজ্জ্বল ত্বক। আর্দ্রতা হচ্ছে সুন্দর ত্বকের গোপন রহস্য। আর ময়েশ্চারাইজিং হলো ত্বকের আর্দ্রতা ধরে রাখার প্রধান উপায়। তাই ত্বক সুন্দর রাখতে ক্লেনজিং, টোনিং তো করবেনই পাশাপাশি দেখতে হবে ময়েশ্চারাইজিংও হচ্ছে কিনা। যদিও বাজারে কিনতে পাওয়া যায় নানা রকমের ময়েশ্চারাইজার। তবে কৃত্রিম এসব ময়েশ্চারাইজারের পরিবর্তে যদি ব্যবহার করেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার তাহলে ত্বক হয়ে উঠবে আরও আকর্ষণীয়, আরও স্বাস্থ্যোজ্জ্বল। তাই আজকের লেখাতে থাকছে  টকদই এবং কলার ময়েশ্চারাইজার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক টকদই এবং কলার ময়েশ্চারাইজার তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) কলা
(২) টকদই

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) অর্ধেকটা কলা এবং চার টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়ে। এবার প্যাকটি ত্বকে ভাল করে লাগিয়ে দিয়ে।

(২)  ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কলা এবং টকদইয়ের মিশ্রণ ত্বক ময়েশ্চারাইজ করে। এর সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে দেয়।

ঘরোয়া ময়েশ্চারাইজিংইয়ের ব্যবহারে হয়ে উঠবেন সুন্দর ত্বকের অধিকারী।