তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল মাস্ক | 20fours
logo
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ১০:০৫
তৈলাক্ত ত্বক
তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল মাস্ক
20fours Desk

তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল মাস্ক

তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল এর ফলে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তৈলাক্ত ত্বকের মানুষদের বারবার মুখ পরিষ্কার করতে হয়। একথা সত্যি তৈলাক্ত ত্বকের মানুষদের ত্বকে আলাদা জ্বেল্লা থাকে তবে জ্বেল্লার পাশাপাশি আরও অনেক সমস্যা তাদের ভোগ করতে হয়। রাসায়নিক সমৃদ্ধ বিভিন্ন ফেস মাস্ক ত্বকের অয়েলি ভাব কমায়। কিন্তু তার পাশাপাশি ত্বকের প্রচুর ক্ষতিও করে। রাসায়নিকের ব্যবহারের ফলে যা ক্ষতি হয় তা তৈলাক্ত ত্বকের ক্ষতির চেয়েও বেশী ভয়াবহ। তাই আজকের লেখাতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল মাস্ক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল মাস্ক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ওটমিল
(২) অ্যাভোক্যাডো

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে হাফ কাপ ওটমিল এবং অর্ধেকটা পাকা অ্যাভোক্যাডো নিন এবং ওটস জলে ভিজিয়ে রাখুন আর অ্যাভোক্যাডোর খোসা টুকরো করুন।

(২)  পাঁচ মিনিট পর ভিজে ওটসের সঙ্গে চটকে অ্যাভোক্যাডোটা মিশিয়ে ফেলুন।

(৩) এরপর সেই মিশ্রণ ১০-১৫ মিনিট মাস্ক হিসাবে মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

(৪) সপ্তাহে একদিন এই পদ্ধতি অবলম্বন করলে আপনি কোমল, মসৃণ ও পরিষ্কার ত্বক পাবেন।

ওটস অত্যন্ত উপকারী। এটা আমাদের ত্বকের সিবাম দূর করে ফলে অতিরিক্ত তেল ময়লা দূর হয়। অ্যাভোক্যাডোতে প্রয়োজনীয় ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ওটসের সঙ্গে অ্যাভোক্যাডো মিশিয়ে মাখলে ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয় এবং অতিরিক্ত তেল দূর হয়।