গুলিস্তানের বক্স ক্যামেরাগুলো | 20fours
logo
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ১২:৪৩
গুলিস্তানের বক্স ক্যামেরাগুলো
গুলিস্তানের বক্স ক্যামেরাগুলো

গুলিস্তানের বক্স ক্যামেরাগুলো

গুলিস্তানের বক্স ক্যামেরাগুলোর কথা মনে আছে? একটা স্মৃতি চারণ পেয়েছি। "যে স্মৃতি ধুসর হয়নি"-  শওকত আহসান ফারুক এর লেখা।
পড়ে দেখুন, বয়োজ্যেষ্ঠগন মনের অজান্তে সে দিনগুলোতে ফিরে যাবেন।

********
ফুলবাড়িয়া রেল ক্রসিং পার হয়ে দেখি, একটা জটলা অনেক ভীড়। আমরা ও এগিয়ে গেলাম কৌতুহল বসত। খোলা জায়গায় ছবি তুলছে, সার্কাসের জোকারের মতো একজন ফটোগ্রাফার।
বাবা বললেন, পিনহোল ক্যামেরা, ছবি তুলে প্রিন্ট করে দিবে, মাত্র ৩০ মিনিটে। তুলবে নাকি ছবি?
আমি রাজি, ছবি তুলবো, কুমিল্লায় পারিবারিক ছবি তুলেছি। ৩ দিন পর ডেলিভারি, মাত্র ৩০ মিনিটে, অবাক মনে হলো।
কোথায় ছবি তুলবে খোকা, পাহাড়ে না নদীর ধারে?
নদী তো আসার পথে দেখে এসেছি, পাহাড়ে তুলবো।
অপেক্ষা করো, পাহাড় নিয়ে আসছি।
দেখি সিনেমার ব্যানারের মতো একটা সিনারি বাঁশের ষ্ট্যান্ডে ঝুলিয়ে দিলো, দুই পাহাড়ের মাঝে চাঁদ হাসছে রাতের দৃশ্য।
আর কি আছে, নদী ও পাহাড় ছাড়া?
সাগর আছে, সুন্দরবন আছে, রূপকথার আকাশ আছে।
বাহ্ বেশতো, এতো কিছু তোমার কাছে, তাহলে রূপকথার আকাশটা নিয়ে আস।
দারুণ পছন্দ তোমার, ওখানেই তোমাকে মানাবে।
খুজে বের করলো রূপকথার আকাশ, জানো এটা না কেউ চায় না সব সিনারি গুলি আমার আঁকা, এই নাও পেয়েছি তোমার রূপকথার আকাশ।
নীল আকাশে মেঘের ভেলা, দুইটা ডানাকাটা পরী ফুল হাতে আকাশে উড়ছে।
এসো সেট রেডি।
একটা চিরুনি দিয়ে চুলটা ঠিক করে, আকাশের মাঝে আমাকে দাড় করালো, পাউডারের পাফ দিয়ে মেকআপ করে, বললো ঠিক আছে।
পাউডারের পাফটা দেবার সময় শরীরটা একটু ঘিন ঘিন করছিলো, অন্যের ব্যবহৃত তাই, কিছুই বলি নাই, এটাই নিয়ম হয়তো। প্রায় সোনালি রঙের বড় কৌটাটা বেশ মনে আছে।
রেডি একটু হাসো, ক্যামেরার দিকে তাকাও, নিজে এসে মুখটা সেট করে বললো আর নড়বেনা।
কালো একটা গাউনের মতো মাঝে ঢুকে গেলো, সব দেখে শুনে বললো রেডি। হাতটা বের করে ফোকাসের কাছে সাটারে একটা চাপ দিলো, হয়েছে খুব সুন্দর পোজ দিয়েছো। দাড়াও প্রিন্ট করে দিচ্ছি এক্ষুনি।
হকারের কাছ থেকে ঝালমুড়ি খেলাম। নিবিষ্ট মনে কালো কাপড়ে ঢাকা ডার্ক রুমে কাজ চলছে। কিছুক্ষণের মধ্য ছবি হাতে বেরিয়ে এলো, একটা কাঁচি দিয়ে সাইড কেটে বললো, তুমি এখন রূপকথার আকাশে। এক টাকায় একটা ছবি, এক টাকায় দুইটা পরী, এক টাকায় আমি রূপকথার আকাশে।

********
comillarkagoz.com এ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ এ প্রকাশিত স্মৃতিচারণ "যে স্মৃতি ধুসর হয়নি": শওকত আহসান ফারুক।

ছবি: ঢাকার সর্বশেষ বক্স ক্যামেরা শিল্পী সফদার ভাই। (নেট থেকে নেয়া)