ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
রুচি বাড়াতে সহায়ক কিছু ভেষজ খাবার

রুচি বাড়াতে সহায়ক কিছু ভেষজ খাবার

20Fours Desk | আপডেট : ২৪ মার্চ, ২০১৯ ১১:২৫
রুচি বাড়াতে সহায়ক কিছু ভেষজ খাবার
মুখে মোটেও রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করে না। কী খেলে রুচি বাড়বে? এমন প্রশ্ন অনেকের। নানা কারণে অরুচি হয় আমাদের। গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, যকৃৎ বা কিডনি রোগ, জ্বরের বা সংক্রমণের পর, নানা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, এমনকি মানসিক চাপ বা বিষণ্নতার কারণেও রুচি কমে যায়। গর্ভাবস্থায় ও বাড়ন্ত শিশুদের খাবারে অনীহা দেখা যায়। যদি হারিয়ে যাওয়া রুচি দ্রুত ফিরে না আসে তবে সেটা দুশ্চিন্তার বিষয়ই। তবে আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য প্রাকৃতিক উপায়ে রুচি বাড়াতে কিছু ভেষজ খাবার এর কথা।
 
চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে রুচি বাড়াতে কিছু ভেষজ খাবার এর কথাঃ
 
(১) ১/৪ গ্লাস লেবুর রস ও আধা গ্লাস আমলকীর রসের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। পানীয়টি পান করুন নিয়মিত। ক্ষুধাবোধ বাড়বে।  
 
(২) কয়েকটি তাজা পুদিনা পাতা সংগ্রহ করুন। পানিতে পুদিনা পাতা সেদ্ধ করুন। এক চিমটি এলাচ গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে পানি ছেঁকে নিন। পানীয়টি পান করুন। ক্ষুধা বেড়ে যাবে।
 
(৩) প্রতিদিন এক টুকরা কাঁচা আদা চিবিয়ে খান। রুচি বাড়বে।  সেই সাথে চা ও অন্যান্য খাবারে এলাচ দিতে পারেন। এটি রুচি বাড়াবে।
 
(৪) এছাড়াও ১ টেবিল চামচ গুঁড়ের সঙ্গে এক চিমটি গোলমরিচ গুঁড়া মিশিয়ে খান। বাড়বে ক্ষুধাবোধ। 
 
তবে  অরুচির পাশাপাশি অন্যান্য উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত। তবে সমস্যা যদি হয় কেবল ক্ষুধামন্দা, তবে প্রাকৃতিক এই উপায় গুলো অনুসরণ করে দেখতে পারেন।

উপরে