ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
কফজনিত বুকের ব্যথা

কফজনিত বুকের ব্যথা দূর করতে নিম পাতা

| আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ১০:১১
কফজনিত বুকের ব্যথা দূর করতে নিম পাতা

পেটের সমস্যা, হজমে সমস্যা, খসখসে ত্বক। এসব সমস্যার সমাধানে কাঁচা নিমপাতা খান। অব্যর্থ দাওয়াই। এমনকি ঘুম থেকে উঠে দুটো নিমপাতা চিবোলেই জব্দ সুগারও। ত্বকের উজ্জ্বল্য বাড়াতে নিমপাতার জুড়ি মেলা ভার।
লোকমুখে অতিপরিচিত একটি প্রবাদ ঘোরাফেরা করে। নিমগাছের ভয়ে এইডস কাঁপে। নিমপাতা নাকি এইডস ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। বাড়িতে একটি নিমগাছ থাকলে ডাক্তারের কাছে নাকি যাওয়ার প্রয়োজন পড়ে না।
বিশেষজ্ঞরাই বলে থাকেন, কথাটা খুব একটা ভুল নয়। এটি একটি ঔষধি গাছ। ডাল, পাতা, রস, ফুল, ফল, তেল, ছাল, শিকড় সবই কাজে লাগে। স্বাদ তেতো। কিন্তু উপকার বহু। আজকের লেখাতে জানবো কফজনিত বুকের ব্যথা দূর করতে নিম পাতার ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কফজনিত বুকের ব্যথা দূর করতে নিম পাতার ব্যবহারঃ

উপকরণঃ
(১) নিমপাতার রস
(২) পানি

ব্যবহার পদ্ধতিঃ
(১) জন্য ৩০ ফোঁটা নিমপাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে ৩-৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এ ওষুধটি নিষেধ।

অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে তখন নিমপাতার এই পানীয় পানে আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন জলদি।

উপরে