ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
দাঁতের শিরশির ভাব

দাঁতের শিরশির দূর করতে সাময়িক উপসম

20fours Desk | আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১০:১৭
দাঁতের শিরশির দূর করতে সাময়িক উপসম
কমবেশি অনেকের মধ্যেই দাঁত শিরশির নিয়ে অস্বস্তি রয়েছে। এতে খাবার গ্রহণ বা তরলজাতীয় কোনো কিছু খাওয়া, ব্রাশ করা, এমনকি শ্বাস নেওয়ার সময় অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির করে, যদি দাঁতে সমস্যা থাকে। তবে টক বা মিষ্টিজাতীয় খাবার গ্রহণের সময়ও একই ধরনের অনুভূতি হতে পারে। কারো দাঁতের সাদা অংশ এনামেল ক্ষয় হয়ে ডেনটিন নামের অংশটি যখন বের হয়ে যায়, তখনই দাঁতে ঠান্ডা কিছু লাগলে শিরশির করে। আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো দাঁতের শিরশির দূর করতে সাময়িক উপসম একটি উপায়।
 
চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতের শিরশির দূর করতে সাময়িক উপসমঃ
 
উপকরণঃ
(১) লবণ 
(২) কুসুম গরম পানি
(৩) রসুন ১টা
 
ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে একটি রসুন পেস্ট করুন এবং তারপর এর মধ্যে ২/৩ ফোটা পানি দিন।
(২)  সামান্য খাবার লবন দিয়ে দিন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্টটি লাগান।
(৩)  কয়েক মিনিট এভাবে রাখুন  এরপর লবণ পানি দিয়ে মুখ কুলি করে ফেলুন।
 
দিনে ২ বার এ কাজটি করলে আপনার দাঁত শিরশির কমে আসবে।

উপরে