ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
খুশকির যন্ত্রণা থেকে মুক্তির পথ আদা ও লবণে

খুশকির যন্ত্রণা থেকে মুক্তির পথ আদা ও লবণে

Desk | আপডেট : ২৩ আগস্ট, ২০১৯ ০৮:১৯
খুশকির যন্ত্রণা থেকে মুক্তির পথ আদা ও লবণে

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়। রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। খুশকির সমস্যায় নারী-পুরুষে ভেদ নেই। খুশকি নিয়ে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী কিংবা যুবক-যুবতী সবাইকে দেখা যায় উশখুশ করতে। চুলের খুশকি নিয়ন্ত্রণে রাখাটা অনেকের কাছেই যেন অসাধ্য। কিন্তু নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন, শিরোনাম দেখে বুঝেই গিয়েছেন আপনার খুশকির যন্ত্রণা থেকে মুক্তির পথ আদা ও লবণের তৈরি প্যাক।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে  আদা ও লবণের প্যাক তৈরির উপায়ঃ

উপকরণঃ
(১) আদা
(২) লবণ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে একটি কাপে আদার রস করে নিন, তারপর সেই ১ কাপ আদার রসের মধ্যে এক চামচ লবণ মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
(২) এই তৈরিকৃত প্যাকটি স্ক্যাল্পে ৫ মিনিট লাগিয়ে রাখুন।  ৫ মিনিট হয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে নিন।

এভাবে কিছুদিন নিয়ম করে ব্যবহার করুন দেখবেন আপনার খুশকির যন্ত্রণা আর থাকবে না।

উপরে