ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বর্ষায় চুলের যত্ন

বর্ষায় আদ্রতায় ভেজা চুলের যত্ন

20Fours Desk | আপডেট : ২৬ জুলাই, ২০১৯ ১১:২৪
বর্ষায় আদ্রতায় ভেজা চুলের যত্ন

গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে চুল পড়া বেড়ে যায়। এ সময় বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় চুলের বেশি ক্ষতি হয়। এছাড়াও  বর্ষার সময় আর্দ্রতার জন্য বা চুল ভেজা রাখার কারণে চুলের গোড়ায় ছত্রাকের সংক্রমণ বেশি হয়।তাই আজকের লেখায় আপনাদের জানাবো  বর্ষায় আদ্রতায় ভেজা চুলের যত্নে সহজ কিছু টিপস।

চলুন তাহলে জেনে নেওয়া যাক বর্ষায় আদ্রতায় ভেজা চুলের যত্নে সহজ কিছু টিপসঃ

(১)  চুল ধুয়ে ব্লো ড্রাই করে নিতে হবে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে।

(২) চুল যাতে সুন্দর ও ঝলমলে থাকে, সে জন্য সপ্তাহে এক দিন এ প্যাকটি ব্যবহার করতে পারেন। মেহেদির সঙ্গে চার চামচ লেবুর রস, চার চা-চামচ কফি এবং দুটি ডিম ও টক দই মিশিয়ে ব্যবহার করলে চুল সুন্দর হবে।

(৩) চুলে কোনো ধরনের প্যাক বা শ্যাম্পু করার আগে অবশ্যই ভালোভাবে তেল ম্যাসাজ করতে হবে। রক্ত চলাচল বৃদ্ধির পাশাপাশি এতে চুলের গোড়া পুষ্টি পাবে। এছাড়া চুল ভালো রাখার জন্য প্রোটিন ও মিনারেলযুক্ত খাবার খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানিও পান করতে হবে।

বর্ষাকালের আপনার চুলের যত্নে এই সহজ কিছু নিয়ম মেনে চলুন এবং বর্ষায়ও রাখুন আপনার চুল ঘন কালো ও শাইনিং।

উপরে