ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
চুল সোজা

চুল সোজা করুন এককাপ নারিকেলের দুধে

20Fours Desk | আপডেট : ১০ এপ্রিল, ২০১৯ ১০:১৯
চুল সোজা করুন এককাপ নারিকেলের দুধে

বেশিরভাগ মানুষই চায় তাদের চুল যেন সুন্দর, ঝলমলে, উজ্জ্বল, মসৃণ এবং সোজা হয়। বিশেষ করে তখনই যখন আপনার চুল বেশিরভাগ দিনেই অতিমাত্রায় কোঁকড়ানো এবং বাজে অবস্থায় থাকে।আপনার চুলের স্টাইল বার বার পরিবর্তন করা অথবা স্থায়ীভাবে চুল সোজা করা আপনার চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি চুল সোজা করার জন্য প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে এর ফলাফল পেতে হয়তো অনেক সময় লাগতে পারে, কিন্তু এটি অবশ্যই আপনার চুলের সৌন্দর্য্য অনেক গুণ বাড়িয়ে দিবে এবং চুলের কোন প্রকার ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে।আর তাইতো আপনাদের জন্য আজকের লেখাতে থাকছে চুল সোজা করতে এককাপ নারিকেলের দুধের ম্যাজিক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল সোজা করতে এককাপ নারিকেলের দুধের ম্যাজিকঃ

উপকরণঃ
(১) এককাপ নারিকেলের দুধ
(২) ৫/৬ টেবিল-চামচ লেবুর রস
(৩) ২ টেবিল-চামচ অলিভ অয়েল
(৪) তিন টেবিল-চামচ কর্নস্টার্চ (সুপারশপে পাবেন)।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) নারিকেলের দুধ, অলিভ অয়েল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
(২) এরপর অল্প অল্প করে কর্নস্টার্চ ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে।
(৩) এখন মিশ্রণটি অল্প আঁচে চুলায় দিয়ে গরম করতে হবে। এসময় প্রতিনিয়ত মিশ্রণটি নাড়তে হবে।
(৪) কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন ক্রিমের মতো হয়ে যাবে। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে একটি বয়ামে সংরক্ষণ করুন।
(৫) গোসলের আগে মিশ্রণটি চুলে লাগান। কিছুটা শুকিয়ে গেলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

সপ্তাহে দুবার করে টানা দুমাস ব্যবহার করলেই চুল স্ট্রেইট হয়ে যাবে। তাছাড়া এই মাস্ক ব্যবহারে চুল ঝলমলে হয় আর সামলানও সুবিধা হয়।

উপরে