ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
মাথার ত্বকের মৃত কোষ দূর করা

মাথার ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকরী প্যাক

20fours Desk | আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ০৯:৩৪
মাথার ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকরী প্যাক

সাধারণত প্রতি ২৭ দিন পরপর ত্বকের পুনর্জন্ম হয়। এটা ত্বকবিজ্ঞানের কথা। তবে মরা চামড়া দেহে মিশে থাকে। এগুলো ঠিক মতো পরিষ্কার না করা হলে  চুল পড়া, খুশকি হওয়া এই সমস্যা গুলো দেখা দেয় আর তাই আজকে আমরা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি একটি কার্যকারী প্যাক।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক মাথার ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকারী প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ২ টেবিল-চামচ বাদামি চিনি
(২) ২ টেবিলচামচ ওটমিল গুঁড়া
 (৩)  ২ টেবিল-চামচ চুলের কন্ডিশনার

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ভালোভাবে সবগুলো উপদান মিশিয়ে নিন। হালকা শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নিন।
(২) এরপর হাতে বানানো স্ক্রাবটি মাথার ত্বকে গোলাকারভাবে মালিশ করুন। মালিশ করা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিন।

এছাড়াও  সম্পূর্ণ মাথার ত্বক গোলাকারভাবে মালিশ করুন। এতে মৃত কোষ দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে। চুলের গোড়া শক্ত হবে আর খুশকি দূর হবে। এটা চুল পড়া কমাতেও সাহায্য করে।

উপরে