ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
মজবুত চুল

মজবুত চুল পেতে নারিকেল তেল ও আমলকির প্যাক

20fours Desk | আপডেট : ৪ নভেম্বর, ২০১৮ ১২:৩০
মজবুত চুল পেতে নারিকেল তেল ও আমলকির প্যাক

চুলের যত্নে সবচেয়ে বেশি নির্ভর করা হয় নারিকেল তেলের ওপর। চুলের হারিয়ে যাওয়া স্বাস্থ্যকে ফেরাতে নারিকেল তেলের কোনো বিকল্প নেই। আর এর সঙ্গে যদি মেশানো যায় আরও কোনো উপকারী উপাদান, তাহলে তো কথাই নেই। আর চুল ত্বক স্বাস্থ্য যাই ভলেন না কেনো আমলকির গুনের শেষ নেই। আজকের লেখাতে হারবাল উপাদান দিয়ে তৈরি এই প্যাকের কথা আমরা আপনাদের জানাবো যা  আপনার চুল কে করবে মজবুত এবং সুন্দর।

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক মজবুত চুল পেতে নারিকেল তেল ও আমলকির প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। নারিকেল তেল
২। শুকনো আমলকি

প্রস্তুত প্রণালী:
১। তিন টেবিল চামচ নারিকেল তেল ও এক টেবিল চামচ শুকনো আমলকি একটি পাত্রে মিশিয়ে নিন।

২। তারপর অল্প আঁচে মিশ্রণটিকে গরম করুন। এরপর সারারাত সেটা স্ক্যাল্পে ভালো করে সেটা লাগিয়ে রাখুন।

৩। পরদিন শ্যাম্পু করে নিন।

সপ্তাহে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন এবং এই প্যাক টি ১মাস ব্যবহার করলে আপনার চুল হবে মজবুত। এবং চুলের গ্রোথ ধরে রাখতে চাইলে নিয়মিত ব্যবহার চালিয়ে যেতে পারেন।

উপরে