ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কোঁকড়া চুলকে বশে আনতে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার

কোঁকড়া চুলকে বশে আনতে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার

20fours Desk | আপডেট : ৩ নভেম্বর, ২০১৮ ২২:০৪
কোঁকড়া চুলকে বশে আনতে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার

কোঁকড়া চুলের সমস্যা সাধারণত সিল্কি চুলের চাইতে বেশি হয়। তাই এই চুলের প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। সঠিক যত্নের অভাবে চুল হয়ে উঠতে পারে আরো রুক্ষ এবং শুষ্ক। এই অবাধ্য কোঁকড়া চুলকে বশে আনতে চুল নিয়মিত কন্ডিশনিং, ময়েশ্চারাইজিং করা প্রয়োজন। এছাড়া অনেকেই আছে যারা পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে আনে। কেননা কোঁকড়া চুলের সাজ সবাই ঠিকঠাক মত করতে পারেনা। তবে আপনি কি জানেন বাসায় থাকা উপাদান দ্বারা উপাদান] আপনি আপনার কোঁকড়া চুলকে বশে আনতে পারেন। কি শুনে অবাক হচ্ছেন?

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোঁকড়া চুলকে বশে আনতে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার এর ব্যবহারঃ

উপকরণঃ
(১) অ্যাপেল সাইডার ভিনেগার
(২) পানি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) সমপরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার এবং পানি একসাথে মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করে তারপর এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

(২) এটি চুলে কয়েক মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাসে এক থেকে দুইবার ব্যবহার করুন।

এলোমেলো কোঁকড়া চুল ম্যানেজ করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর। এর অ্যাসিডিক উপাদান চুলের পিএইচ লেভেল ঠিক রেখে চুলকে করে তোলে স্বাস্থোজ্বল।

উপরে