ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
প্রাণহীন রুক্ষ চুল মসৃণ করুন এক প্যাকেই

প্রাণহীন রুক্ষ চুল মসৃণ করুন এক প্যাকেই

20fours Desk | আপডেট : ১ নভেম্বর, ২০১৮ ১৪:০৫
প্রাণহীন রুক্ষ চুল মসৃণ করুন এক প্যাকেই

অনেকের চুল এমনিতেই রুক্ষ, অনেকের রোদে, ধুলা-ময়লায় চুল রুক্ষ হয়ে যায়। বাড়তি একটু যত্নই দূর করে দেবে রুক্ষতা। চুল হবে ঝলমলে। চুলের জন্য গরম ও ঘাম, বাতাসের ধুলা-ময়লা হয়ে উঠতে পারে হুমকির কারণ। ধুলা-ময়লা যখনই চুলে পড়বে, তখনই চুল শুষ্ক হয়ে পড়বে, রুক্ষ হয়ে উঠবে। সেই সঙ্গে চুল পড়তেও শুরু করবে। কিন্তু তাই বলে বাইরে না বেরিয়ে ঘরে বসে থাকলে চলবে না। কাজে যান বা অন্য কোথাও—প্রতিদিন নিয়ম মেনে চুল পরিষ্কার করতে হবে। আর আজকে জানাবো আমর আপনাদের  প্রাণহীন রুক্ষ চুল মসৃন করতে সহজ এক প্যাকের কথা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক  প্রাণহীন রুক্ষ চুল মসৃন করতে সহজ এক প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ১/২ কাপ দুধ
(২) ১ টেবিল চামচ জেলেটিন (সুপারশপে পাবেন)
(৩) ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার
(৪) ২ টেবিল চামচ অলিভ অয়েল
(৫) ২ টেবিল চামচ কন্ডিশনার

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) কুসুম গরম দুধে জেলেটিন ভাল করে মেশান।এরসাথে ভাল করে মেশান একটি ডিম, অলিভ অয়েল এবং কন্ডিশনার ।

(২) এই প্যাকটি ভেজা চুলে ভাল করে লাগান । তারপর অপেক্ষা করুন ৩০-৪০ মিনিট ।তারপর চুল শ্যাম্পু করে ফেলুন ভাল করে।

এটি সপ্তাহে একবার লাগান। ভাল ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন। কয়েদিনের মধ্যে দেখতে পারবেন পরিবর্তন ।

উপরে