ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কোমল হাতের জন্য

কোমল হাতের জন্য পেপারমিন্ট স্যানিটাইজিং হ্যান্ড ক্রিম

20fours Desk | আপডেট : ৩০ আগস্ট, ২০১৯ ০৮:৫৪
কোমল হাতের জন্য পেপারমিন্ট স্যানিটাইজিং হ্যান্ড ক্রিম

কাজের চাপ হাত দুটির উপর দিয়েই যায় বেশি। ফলে চামড়া রুক্ষ হয়ে হাত হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। মরা চামড়া দূর করার পাশাপাশি হাতের ত্বক তাই নিয়মিত ময়েশ্চারাইজ  করা জরুরি। সুন্দর ও কোমল হাতের জন্য চাই নিয়মিত যত্ন।আজকের লেখায় থাকছে তাই আপনাদের জন্য পেপারমিন্ট স্যানিটাইজিং হ্যান্ড ক্রিম যা ব্যবহারে আপনার হাত দুটো হবে কোমল।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোমল হাতের জন্য পেপারমিন্ট স্যানিটাইজিং হ্যান্ড ক্রিম তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। শিয়া বাটার
২। ভিটামিন ই তেল
৩। পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি বাটিতে দু’ টেবিলচামচ গলানো শিয়া বাটার নিন।
২। তাতে আধা চা চামচ ভিটামিন ই তেল মেশান।
৩। এবার তাতে ১০ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল যোগ করুন।
৪। ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নিন। হাত খসখসে শুকনো লাগলে পরিমাণমতো ক্রিম নিয়ে হাতে মেখে নিন।
৫। আঙুলের ফাঁকে, হাতের পাতায়, কবজি পর্যন্ত ভালো করে ক্রিম মাখুন।

শিয়া বাটার আর ভিটামিন ই-এর কম্বিনেশন হাতের ত্বক কোমল রাখবে। হাতের ত্বক টানটান আর নরম থাকবে।

উপরে