ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
খুশকির উৎপাত?

খুশকির উৎপাত? সমাধান অ্যাসপিরিন ট্যাবলেটে।

20Fours Desk | আপডেট : ২৩ জুন, ২০১৯ ২৩:৪৯
খুশকির উৎপাত? সমাধান অ্যাসপিরিন ট্যাবলেটে।

খুশকি আমাদের মাথার ত্বকের অন্যতম একটি সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়। শরীরের সোবিয়াম গ্রন্থির প্রদাহের ফলে সাধারণত খুশকি হয়।আর খুশকির সমস্যা নারী-পুরুষে ভেদ নেই। খুশকি নিয়ে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী কিংবা যুবক-যুবতী সবাইকে দেখা যায় উশখুশ করতে। আজকে তাই আমরা এনেছি এই খুশকির সমস্যা সমাধানে অ্যাসপিরিন ট্যাবলেট এর ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক খুশকির সমস্যা সমাধানে অ্যাসপিরিন ট্যাবলেট এর ব্যবহারঃ

উপকরণঃ
অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
দুটো অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে প্রতিদিনের ব্যবহার করা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। তারপর প্রতিদিন যেভাবে শ্যাম্পু করেন, সেভাবেই এই মিশ্রন দিয়ে মাথা ধুয়ে নিন। শুধু শ্যাম্পুটা মাখানো অবস্থায় মিনিট দুয়েক রেখে দিলে ভালো হয়।

অ্যাসপিরিনের মধ্যে থাকা সালিসাইলেট মাথার ত্বকের উপকার করে এবং খুশকি আটকাতে সাহায্য করে।

উপরে