ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে

ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে

20Fours Desk | আপডেট : ২৯ মার্চ, ২০১৯ ১৩:৫০
ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে

অনেকেই আছেন যারা তোশক বা জাজিম কম ব্যবহার করেন।  এর পরিবর্তে ম্যাট্রেস ব্যবহার করে  থাকেন। কারন তোশক বা জাজিমের থেকে ম্যাট্রেস বেশ আরামদায়ক। যার ফলে দিন দিন ম্যাট্রেসের চাহিদা বেড়েই চলছে। কিন্তু ম্যাট্রেস চাইলেই ধোঁয়া যায় না। যার ফলে বেশ কিছু দিন ব্যবহার করলেই ম্যাট্রেসে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এই দুর্গন্ধ খুব অস্বস্তিকর লাগে। তবে আপনি চাইলেই ঘরোয়া উপায়ে ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করতে পারেন।
আজ আমরা ঘরোয়া উপায়ে ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করার উপায় সম্পর্কে জানবঃ

(১) টি-ট্রি অয়েলঃ

যেকোন দুর্গন্ধ দূর করতে টি-ট্রি অয়েল খুবই কার্যকরী। তাই এক বালতি পানিতে পাঁচ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার স্পঞ্জ দিয়ে ম্যাট্রেস মুছুন। দেখবেন ম্যাট্রেসের দুর্গন্ধ দূর হওয়ার সাথে সাথে দূর হবে ব্যাকটেরিয়া।

(২) লেবুর রসঃ

সব বাসাতেই লেবু থাকে, তাই আপনি চাইলেই লেবুর রস ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করতে পারেন। কারন দুর্গন্ধ দূর করতে লেবু বেশ কার্যকর। একটি লেবুর রস স্প্রে বোতলে নিয়ে তাতে ৫-১০ ভাগ হালকা গরম পানি মিশিয়ে নিন। এবার ম্যাট্রেসের উপর পানি মিশ্রিত এই লেবুর রস স্প্রে করুন। ২-৩ ঘণ্টা পর শুকনা কাপড় পরিষ্কার করলেই দেখবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে।

(৩) বেকিং সোডাঃ

ম্যাট্রেসের দুর্গন্ধ দূর করতে এর উপর কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে নিন। এভাবে ঘণ্টাখানেক রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেকিং সোডা শুষে নিতে হবে। ম্যাট্রেস সুগন্ধীময় করতে চাইলে এর উপর কয়েক ফোঁটা সুগন্ধী তেল মিশিয়ে দিতে পারেন।

(৪) ভিনেগারঃ

১০ ভাগ পানির সাথে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে ম্যাট্রেসের দুর্গন্ধময় জায়গাগুলোতে লাগিয়ে রাখুন। ২-৩ ঘণ্টা পর একটি শুকনো কাপড় দিয়ে হালকাভাবে ঘষে নিন। দুর্গন্ধ দূর হওয়ার সাথে সাথে পরিষ্কার হবে ম্যাট্রেস।

(৫) সূর্যের আলোঃ

সবসময় ম্যাট্রেসে রোদ দিতে না পারলেও,  প্রতি মাসে অন্তত একবার ম্যাট্রেস রোদে শুকাতে দিন। দেখবেন দুর্গন্ধ দূর হবে সহজে।

উপরে