ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
কফ

কফ দূর করতে মশলাদার চা

20Fours Desk | আপডেট : ২৪ মার্চ, ২০১৯ ১১:৩১
কফ দূর করতে মশলাদার চা

কফের কারণেই অনেকের জীবন হয়ে উঠে অতিষ্ঠ। শ্লেষা অথবা বাইরের ধূলাবালি যখন গলায় প্রতিবন্ধকতা তৈরি করে, তখন শ্বাস প্রশ্বাসেও সমস্যা দেখা দেয়। অতিরিক্ত কফ শ্বাসনালীর রোগ নিউমোনিয়া, ব্রংকাইটিস, সাইনোসাইটিস, টিউবারকিউলোসিসের লক্ষণও হতে পারে। এ সময় প্রচুর পানি করা জরুরি, যাতে শ্লেষা দূর হয়। এছাড়া এ অবস্থায় অল্প সময়ে কফ থেকে নিষ্কৃতি পেতে পারেন চা পান করে। ভাবছেন চা পান করে কিভাবে? জী হ্যাঁ চা পান করে কফ দূর করে নিতে পারেন তবে এটি সাধারণ চা নয় মশলাদার চা। কফ যদি বেশি থাকে, তাহলে এক কাপ মশলাদার গরম চা আপনাকে খুব স্বস্তি দেবে।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক কফ দূর করতে মশলাদার  চা তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) আদার গুঁড়ো
(২) দারচিনি গুঁড়ো
(৩) লবঙ্গ
(৪) চিনি
(৫) পানি।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে এক কাপ পানি গরম করে নিয়ে তাতে আপনার স্বাদমত চিনি মিশিয়ে নিন এবং তারপর এতে আধা টেবিল চামচ আদার গুঁড়ো, এক চিমটি দারচিনি গুঁড়ো আর কয়েকটা লবঙ্গ মিশিয়ে চা পান করুন।

এই তিনটি মশলাই আপনাকে দ্রুত কফ থেকে নিষ্কৃতি দেবে। আর সর্দি ঝরা থেকেও মুক্তি পাবেন।তাহলে আর দেরি কেনো আজই আপনার কফ সমস্যা প্রতিকারে এই মশলা চা পান করুন সুস্থ থাকুন।

উপরে