ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ঠোঁটের যত্নে ধনেপাতা

ঠোঁটের যত্নে ধনেপাতা

20Fours Desk | আপডেট : ১১ মার্চ, ২০১৯ ২৩:৫৭
ঠোঁটের যত্নে ধনেপাতা

অনেকের ঠোঁট বংশগত কারণেই কালচে হয়ে থাকে। তবে সূর্যের ক্ষতিকর রশ্মি, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ইত্যাদি কারণেও অনেক সময় ঠোঁটের রং কালচে হয়ে যায়।  তাছাড়া নিয়ম করে যত্ন না নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে। তবে ঠোঁটের কালচেভাব দূর করে, ঠোঁট গোলাপি রাখারও কিছু সহজ উপায় আছে। আর তা হলো ধনেপাতার ব্যবহার। শুনতে অবাক লাগলেও আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো ঠোঁটের কালচে ভাব দূর করে ধনেপাতার প্যাকের কথা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠোঁট গোলাপি করতে ধনেপাতার প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
একগুচ্ছ ধনেপাতা

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে  একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নিন। তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নিন।
(২) প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন এবং এভাবে মালিশ করার পর ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন।


এভাবে এক সপ্তাহ ব্যবহার করলে আপনার ঠোঁট অনেক সুন্দর ও গোলাপি হয়ে উঠবে। তাহলে আর দেরি কেনো আজই ব্যবহার করুন সহজ এই পদ্ধতি এবং আপনার ঠোঁট রাখুন গোলাপি।

উপরে