ওভেনের পুরনো ময়লা দূর করার টিপস
ওভেনের পুরনো ময়লা দূর করার টিপস

নিত্য ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে একটি হলো ওভেন। কারণ ওভেনে অনেক দ্রুত রান্না করা যায়। তাই উচিত যেখানে রান্না করবেন সেই জায়গাটা ঠিকমত পরিষ্কার রাখা। অনেকে নিয়মিত ওভেন পরিষ্কার না করার কারণে দেখা যায় ময়লা জমে যায়। তখন এই ময়লা তুলে ফেলা খুবই কষ্টকর হয়ে যায়। আর যেহেতু ওভেনে খাবার তৈরি করা হয় সেহেতু কোন ক্যামিকেল ব্যবহার না করাই ভালো। চলুন তাহলে জেনে নেয়া যাক, দ্রুত ওভেনের পুরনো ময়লা দূর করার টিপসঃ
প্রথমে একটি মাইক্রোওয়েভ-প্রুফ বাটিতে ২ কাপ পানি এবং ২ টেবিল চামচ ভিনেগার নিয়ে নিন। এবার পানিসহ এই বাটি ওভেনে রেখে ৫ থেকে ১০ মিনিট গরম হতে দিন। এই মিশ্রণ বাষ্পায়িত হয়ে আপনার ওভেনের ভেতরের ময়লাকে নরম করে তুলবে। ওভেনের ভেতরের তাপ কমে সহনীয় হয়ে এলে সাবানপানিতে স্পঞ্জ ভিজিয়ে মুছে নিন।
দেখবেন খুব সহজে পুরনো ময়লা উঠে আসবে।