ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
দাঁত ঝকঝকে সাদা করতে চান?

দাঁত ঝকঝকে সাদা করতে চান?

20fours Desk | আপডেট : ১ ডিসেম্বর, ২০১৮ ০৮:৩৭
দাঁত ঝকঝকে সাদা করতে চান?

বাজারে পাওয়া বিভিন্ন পেস্টের বিজ্ঞাপনে বেশিরভাগ সময় ঝকঝকে সাদা দাঁতের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কিছুই পাওয়া যায় না। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত, আর মিষ্টি হাসিতে বলে দেওয়া যায় অনেক কথা। কিন্তু অনেক সময় কালো বা হলদে দাঁতের কারণে হাসতে গিয়ে পড়তে হয় দ্বিধা-লজ্জায়। জীবনযাপন আর কিছু অভ্যাসের কারণে দাঁতের এমন রং স্বাভাবিক বিষয়। তাই আজকে জানবো দাঁত ঝকঝকে সাদা  করার একটি সহজ উপায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁত ঝকঝকে সাদা  করার একটি সহজ উপায়ঃ

উপকরণঃ
(১) বেকিং সোডা
(২) স্ট্রবেরি

তৈরি পদ্ধতিঃ
(১) ১ টেবিল চামচ বেকিং সোডার সাথে স্ট্রবেরির পেস্ট মিশান এক টেবিল চামচ।
(২)  এই মিশ্র্রণটি মাসে দু’বার ব্যবহার করলেই আপনার দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা!

এছাড়া আপনি চাইলে মুখভর্তি নারকেল তেল মাউথওয়াশের মতো ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর তা কুলি করে ফেলে দিন। মুখ ধুয়ে ব্রাশ করে ফেলুন। প্রতিদিন একবার এ পদ্ধতিতে দাঁত মাজা যেতে পারে।

উপরে