ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
হঠাৎ কুকুর তেড়ে আসলে করণীয়

হঠাৎ কুকুর তেড়ে আসলে করণীয়

20fours Desk | আপডেট : ১ ডিসেম্বর, ২০১৮ ০৭:৪৬
 হঠাৎ কুকুর তেড়ে আসলে করণীয়

রাস্তা দিয়ে হাটতে গেলে অনেক সমস্যার সমুখীন হতে হয়। তার মধ্যে একটি হলো কুকুর। কারন রাস্তাঘাটে কুকুরের তাড়া খায় নি এমন মানুষ খুব কমই আছে।  তাই হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে আমাদের সবার জানা প্রয়োজন।  

তাহলে জেনে নিন  হঠাৎ কুকুর তেড়ে আসলে করণীয় বিষয়গুলোঃ

১। কুকুর তাড়া করলে প্রথমে হাঁটার গতি কমিয়ে দিন। দরকারে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে আবার ধীরে এগোতে হবে।

২। কুকুর তাড়া করলে কখনোই দৌড়ানো যাবে না। মনে রাখবে এতে কুকুরটি আরও ক্ষেপে উঠবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে।  

৩। কুকুর তাড়া করলে কখনোই ভয় পাওয়া যাবে না। কারন মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়।

৪। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।

৫। কোন অবস্থাতেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না। প্রাণীটি এতে আপনাকে বড় কোন সমস্যা ভাববে। পাশাপশি দাঁড়ালে তাদের দৃষ্টিতে আপনাকে হালকা লাগবে।

৬। যদি হাতে কিছু থাকে তবে তা দূরে ছুড়ে দিন। এতে কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরবে। সে অন্যদিকে দৌড় দিবে।

উপরে