ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ঘর্মাক্ত হাত পা এর সমাধানে যা করবেন

ঘর্মাক্ত হাত পা এর সমাধানে যা করবেন

20fours Desk | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১০:৪৫
ঘর্মাক্ত হাত পা এর সমাধানে যা করবেন

হাত পা ঘামা সমস্যা কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়  হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis) বলা হয়ে থাকে। এই রোগের ফলে শরীরের অনেক অঙ্গই ঘামতে পারে। তবে স্বাভাবিকভাবে হাত-পায়ের তালু, বগল এবং মুখে এর লক্ষণ বেশি দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে বংশীয় কারণে এই রোগ হয়ে থাকে। স্নায়ুর অতিরিক্ত কার্যক্রমের ফলে লালাগ্রন্থি উন্মুক্ত হয়ে যাওয়ায় অতিরিক্ত মাত্রায় হাত পা ঘামে। অনেক সময় নির্দিষ্ট ঔষধ সেবন, মাসিক জনিত সমস্যা, অতিরিক্ত মোটা, রক্তে চিনি কমে যাওয়া, হার্ট এট্যাক এবং সংক্রামক জাতীয় রোগের কারণেও এ রোগ হতে পারে। আজকের লেখাতে জানবো মুলত কিভাবে আপনি আপনার এই ঘর্মাক্ত হাত পা এর সমাধান করবেন ঘরোয়া উপায়ে সেই পদ্ধতি।

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঘর্মাক্ত হাত পা এর সমাধানে যা করবেন সেই পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। আপেল সিডার ভিনেগার
২। হালকা গরম পানি
৩। বেবি পাউডার
৪।  কটন বল

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। হালকা গরম পানি দিয়ে ঘর্মাক্ত স্থানগুলো ভিজিয়ে নিন। তারপর কটন বলের সাথে কিছু ভিনেগার লাগিয়ে নিন। সারারাত এভাবে রাখুন। সকালে ঘুম থেকে উঠে স্থানগুলো ধুয়ে ফেলুন এবং সেখানে বেবি পাউডার লাগান।

এছাড়া আপনি চাইলে ভিনেগারের সাথে গোলাপজল মিশিয়ে দিনে দুই তিনবার লাগাতে পারেন। ভিনেগারের সাথে মধু মিশিয়েও লাগানো যাবে। এভাবে ১ মাস ব্যবহার করলে দেখবেন আপনি এই সমস্যা আর থাকবে না।

উপরে