ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বুদ্ধিমান লোকদের বন্ধু কম হয়। কেন?

20Fours Desk | আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭ ০২:০৯
বুদ্ধিমান লোকদের বন্ধু কম হয়। কেন?

বলা হয়ে থাকে বন্ধু ছাড়া Life Impossible! আপনি কি জানেন আপনার বন্ধুর সংখ্যা ঠিক কত? খুব কম, একেবারে হাতে গোনা নাকি অগুনতি?  প্রশ্নগুলো করার একটাই কারণ, তাহলে আপনার বন্ধুদের মোট সংখ্যাই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান। নিশ্চই খুব অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন কথা! কিন্তু এমনটাই দাবি করছেন লণ্ডন স্কুল অফ ইকনমিক্স-এর এক অধ্যাপক।

ওই অধ্যাপক মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘ দিন যাবৎ গবেষণা করছেন। রীতিমতো এক্সপিরিমেন্ট করে তিনি দেখেছেন, যে সব মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাৎ যারা 'হাই ইন্টেলিজেন্স লেভেল'-এ রয়েছেন তাদের বন্ধুর সংখ্যা নিতান্তই কম, এমন কি অনেক সময় বন্ধু থাকেও না। এই সব মানুষেরা একা একা সময় কাটিয়েই বেশি সুখ অনুভব করে থাকেন।

অনেকেই মনে করেন, অতি মাত্রায় বুদ্ধিমান মানুষদের অন্যান্যদের প্রতি এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে। কিন্তু এটাকে তাদের অসামাজিক আচরণ হিসাবে ব্যাখ্যা করলে ঠিক হবে না। বরং বলা যায়, যেহেতু তারা সমাজে এক রকমের সংখ্যা লঘু তাই তারা একটু গুটিয়েই রাখেন নিজেদের।

উপরে