ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
উপহার

উপহারের লৌকিকতাসমূহ

উপহারের লৌকিকতাসমূহ

কাউকে কোনো উপহার দিয়েছেন। তবুও তাঁর মুখে নেই হাসি। মনে মনে নিশ্চয় ভাবেন, ‘উপহার দিলাম আমি আর আমার ওপরই মন খারাপ! এটা কিছু হলো!’ পরে কারণটা জানতে পেরে নিজের জিভে কামড়। অজান্তেই দামের রসিদটা উপহারের বাক্সে রয়ে গেছে। উপহার দেওয়ার সময় দাম কোনো বিষয় নয়। কিন্তু দামের রসিদ বা ট্যাগ থাকাটা অশোভনই বটে।

সম্পর্কের ধরন বুঝে উপহার বাছাই করতে হবে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির জনসংযোগ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ‘সাধারণত বিভিন্ন উৎসব, আয়োজন বা বর্ষপূর্তির অনুষ্ঠানে আমরা উপহার দিয়ে থাকি। কাকে কোন ধরনের উপহার দিতে হবে, সেটি আগে ভাবতে হবে। আর নিজে গিয়ে দিতে না পারলে দুঃখ প্রকাশ করে একটা ছোট্ট কার্ড বা চিঠি পাঠানো যেতে পারে।’

উপহার দিতে গেলে যাকে দেবেন তাঁর বয়স ও কাজের ধরনের দিকে খেয়াল রাখা উচিত। ছোটদের এমন সব জিনিস উপহার দেওয়া উচিত নয়, যাতে তাদের নৈতিক চরিত্রের ওপর প্রভাব ফেলে। উপহারদাতা হিসেবে একটু সচেতন হলেই উপহার নিয়ে চিন্তায় পড়তে হবে না। এখানে আন্তরিকতাই আসল।

যা করবেন না
উপহারের গায়ে দামের ট্যাগ, স্টিকার ছিঁড়ে উপহার দিন। বই কিংবা ডিভিডির ক্ষেত্রে গায়ের দাম মার্কার বা ফ্লুইড দিয়ে ঢেকে দিতে পারেন।
খুব ঘনিষ্ঠ বন্ধু না হলে, তাকে উপহার হিসেবে সরাসরি টাকা না দেওয়াই ভালো। উপহার হিসেবে টাকা দেওয়াটা সম্পূর্ণ সম্পর্কের ওপর নির্ভর করে। যদি সরাসরি টাকা দেওয়ার অবস্থা সৃষ্টি হয়, তখন প্রাইজবন্ড বা গিফট কুপন কিনে দিতে পারেন।
উপহার গ্রহণের পর উপহারদাতাকে দাম-সংক্রান্ত প্রশ্ন করে বিব্রত করবেন না।
কখনোই ঠাট্টার ছলেও উপহার নিয়ে উপহারদাতার সামনে পরিহাস বা অবহেলা দেখাবেন না।
যদি বিব্রতকর কোনো কিছু উপহার দিয়েই ফেলেন তাহলে সময়-সুযোগমতো দুঃখ প্রকাশ করে ফেলুন।
একজনের উপহার কখনোই আরেকজনকে দিতে যাবেন না। এতে সাময়িকভাবে আপনি বেঁচে গেলও ভবিষ্যতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা অনেক।
যদি কোনো অনুষ্ঠানে উপহার নিয়ে যেতে ভুলে যান তাহলে উপহারগ্রহণকারীকে সাময়িক অসুবিধার কথা জানিয়ে রাখুন। পরে সময়মতো উপহার পৌঁছে দিলেন।

যা করতে পারেন
উপহার পেয়ে বন্ধুকে একটি খুদে বার্তা পাঠিয়ে বা আত্মীয়স্বজনকে মৌখিকভাবে ধন্যবাদ জানিয়ে দিতে পারেন।
ইলেকট্রনিকস বা ওয়ারেন্টি যুক্ত আছে এমন কোনো পণ্য উপহার প্রদানের ক্ষেত্রে পণ্য ক্রয়ের কাগজপত্রে উপহার গ্রহণকারীর নাম-ঠিকানা দিয়েই জিনিসপত্র কিনুন।
বিদেশ থেকে কোনো ইলেকট্রনিক পণ্য উপহার পাঠালে আন্তর্জাতিক ওয়ারেন্টির কাগজপত্র পাঠিয়ে দেওয়া উচিত।
বিভিন্ন ব্যাংক থেকে এখন গিফট চেক বা গিফট ভাউচার পাওয়া যায়, সে ক্ষেত্রে গিফট চেক ব্যবহারের বিভিন্ন নিয়মাবলী বন্ধুকে জানিয়ে রাখুন।
কাচের জিনিস উপহারের ক্ষেত্রে প্যাকেটের গায়ে লিখে দিতে পারেন কোন পাশটি ওপরে থাকবে। নাহয় উল্টোপাল্টা অবস্থানের জন্য উপহার ভেঙে যেতে পারে।

উপরে