ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
রিমুভার ছাড়াই নেইল পলিশ তোলার উপায়

রিমুভার ছাড়াই নেইল পলিশ তোলার উপায়

20fours Desk | আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ২৩:৪৩
রিমুভার ছাড়াই নেইল পলিশ তোলার উপায়

নখের সাজ মানেই নেইল পালিশ। কারন আমরা নখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সবাই নেইল পলিশ ব্যবহার করে থাকি। তবে একরকম কালার তো দেখতে সবসময় ভালো লাগে না। তাই নেইল পালিশ তুলতে আমরা রিমুভার ব্যবহার করে থাকি। তবে বাসায় রিমুভার না থাকলে কি নেইল পালিশ তুলবেন না। তাই দেখে নিন রিমুভার ছাড়াই নেইল পলিশ তোলার উপায় :

১। হেয়ারস্প্রে:

আপনার হেয়ারস্প্রে রিমুভারের কাজ করবে। । তখন  হেয়ারস্প্রে তুলার সঙ্গে মিশিয়ে নখে লাগিয়ে ঘষুন। দেখবেন খুব সহজে নেইল পালিশ উঠে যাবে।

২। বডি স্প্রে:

বডি স্প্রেও রিমুভারের মতো কাজ করে। টিস্যু পেপারে সামান্য স্প্রে করে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পালিশ উঠে গেছে।

৩। স্যানিটাইজার লিকুইড দিয়ে:

বাসায় রিমুভার না থাকলে স্যানিটাইজার লিকুইড তো আছে তাই না। তুলা দিয়ে স্যানিটাইজারে ভিজিয়ে নখের উপরে ঘষুন, একটু পর দেখবেন নেইল পালিশ উঠে গেছে।

৪। টুথপেস্ট দিয়ে:

কি অবাক হচ্ছেন? টুথপেস্ট দিয়ে কিভাবে রিমুভারের কাজ করা যায়।একটি পুরানো টুথ ব্রাশে পেস্ট লাগিয়ে নখে ঘষতে থাকুন। কারন পেস্টের ভেতর রয়েছে ইথাইল আসিটেট। যা নেইল পলিশ রিমুভার হিসেবে কাজ করবে।

উপরে