ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ঠোঁটের রঙ

ঠোঁটের রঙ স্থায়ী গোলাপি করতে হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ

20fours Desk | আপডেট : ১ নভেম্বর, ২০১৮ ১৩:০৩
ঠোঁটের রঙ স্থায়ী গোলাপি করতে হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ

অনেকের ঠোঁট বংশগত কারণেই কালচে হয়ে থাকে। তবে সূর্যের ক্ষতিকর রশ্মি, ধূমপান, অ্যালার্জি, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, হরমন সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায়। তাছাড়া নিয়ম করে যত্ন না নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে। সুন্দর গোলাপি ঠোঁট কে না চায় । বলাই বাহুল্য যে, সৌন্দর্যের বিচারে মিষ্টি গোলাপি ঠোঁটের আকর্ষণ অনেক বেশি । আর আজকের লেখাতে থাকছে সেই উপায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠোঁটের রঙ স্থায়ী গোলাপি করতে হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ

উপকরণঃ
(১) ঠাণ্ডা দুধ
(২) হলুদের গুঁড়ো

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ একসাথে মিলিয়ে আপনার ঠোঁটে ৫ মিনিট ম্যাসেজ করুন।

এইভাবে প্রতিদিন ব্যবহারের ফলে আপনার প্রাকৃতিক ভাবে গোলাপি হয়ে উঠবে।

উপরে