ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ত্বকের ধরণভেদে ৩টি ফেস-প্যাক

রমজানের রূপচর্চায় ত্বকের ধরণভেদে ৩ টি ফেস-প্যাক

20fours Desk | আপডেট : ৬ জুন, ২০১৮ ১০:৫৬
রমজানের রূপচর্চায় ত্বকের ধরণভেদে ৩ টি ফেস-প্যাক

রমজান মাসে খাবার দাবারের নিয়মের পরিবর্তন হয় তাই সঠিক যত্ন না নিলে সহজেই এর প্রভাব ত্বকের ওপর পড়তে পারে। এ সময়ের ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বকের ধরণভেদে ৩ টি ফেস-প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের ধরণভেদে ফেস-প্যাক ৩ টি।

(১) স্বাভাবিক ত্বকের জন্য ফেস-প্যাকঃ
স্বাভাবিক ত্বকের জন্য যে  ফেস-প্যাক টির তৈরি পদ্ধতি জানাবো তা ত্বকের আর্দ্রতা বজায় রাখার সাথে সাথে ত্বককে রাখবে কোমল ও সতেজ।

উপকরণঃ
(১) শশা
(২) গাজর
(৩) ময়দা
(৪) ডিম।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) শসার পেস্ট, গাজরের পেস্ট, ময়দা ও ডিম পরিমাণমতো নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। (২) আধা ঘণ্টা মুখের ত্বকে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন।

(২) তৈলাক্ত ত্বকের জন্য ফেস-প্যাকঃ এই ফেস-প্যাক টি ত্বক সতেজ ও উজ্জ্বল করবে।

উপকরণঃ
(১) বেসন
(২) ময়দা
(৩) হলুদ বাটা।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) এক চা চামচ ময়দা, এক চা চামচ বেসন, এক চা চামচ হলুদ বাটা অল্প পানি দিয়ে মিশিয়ে ফেসিয়াল তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

(৩) শুষ্ক ত্বকের জন্য ফেস-প্যাকঃ
এই ফেস-প্যাক টি  শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে, ত্বককে রাখবে মসৃণ ও কোমল।

উপকরণঃ
(১) পেস্তাবাদাম বাটা
(২) ময়দা
(৩) দুধের সর।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) এক টেবিল চামচ পেস্তাবাদাম বাটা, এক টেবিল চামচ ময়দা অল্প দুধের সরের সাথে মিশিয়ে নিন। আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন।


ত্বকের ধরন ভেদে আপনি বেছে নিতে পারেন আপনার ফেস-প্যাক্টি। রমজানে খেতে পারেন নিজের ইচ্ছামত খাবার কেননা সপ্তাহে দুইদিন এই ফেস-প্যাক গুলো ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা সমাধান হবে।

উপরে